
নাসিরের প্রত্যাবর্তনের দিনে গাজী ক্রিকেটার্সকে হারাল রূপগঞ্জ
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে জুয়াড়ির কাছ থেকে আইফোন উপহার নিয়েছিলেন নাসির হোসেন। সেই তথ্য গোপন করার পাশাপাশি এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আইসিসির সকল শর্ত পূরণ করায় নিষেধাজ্ঞার দেড় বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি।