promotional_ad

ইমনের রেকর্ডগড়া হাফ সেঞ্চুরিতে ৪০ বলেই জিতল আবাহনী

রানের জন্য ছুটছেন জিসান আলম (বামে) ও পারভেজ হোসেন ইমন (ডানে), ক্রিকফ্রেঞ্জি
মোসাদ্দেক হোসেন সৈকতের অসাধারণ বোলিংয়ে মাত্র ৮৮ রানেই শেষ হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ইনিংস। মাত্র ৩৬ রান খরচায় চার উইকেট নেন মোসাদ্দেক। জবাবে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৬.৪ ওভারে দশ উইকেট হাতে রেখে জিতে যায় আবাহনী লিমিটেড। ফলে ৯ ম্যাচে অষ্টম জয়ে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। সমান ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শাইনপুকুর।

promotional_ad

বিকেএসপির তিন নম্বর মাঠে ভেজা আউটফিল্ডের কারণে আবাহনী এবং শাইনপুকুরের খেলাটি এ দিন অনেক দেরীতে শুরু করা হয়। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩১ ওভারে। কিন্তু শাইনপুকুর টিকল ২৫.৪ ওভার।


আরো পড়ুন

পারভেজ ইমনের সেঞ্চুরি, জিতেই চলেছে আবাহনী

২৪ মার্চ ২৫
সেঞ্চুরি করে আবাহনীকে জেতালেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

মইনুল ইসলাম তন্ময়কে দুই রানে ফিরিয়ে আবাহনীর উইকেটের খাতা খোলেন রাকিবুল হাসান। এরপর অনিক সরকারকে শূন্য রানে বিদায় করেন রিপন মন্ডল। ষষ্ঠ ওভারে রহমতউল্লাহ আলীকে ফেরান মোসাদ্দেক। তাকে কাউ কর্নারে মারতে গিয়ে বিদায় নেন ১৭ বলে ১০ রান করা রহমতউল্লাহ।


এরপরের ওভারে রায়ান রাফসান রহমানকে মিড অন থেকে থ্রো করে রানআউট করেন নাজমুল হোসেন শান্ত। পরের বলে ফারজান আহমেদকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রিপন। ১৭ রানে পাঁচ উইকেট হারায় শাইনপুকুর।



promotional_ad

তারপর টানা তিন ওভারে তিন ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মোসাদ্দেক। সাত রান করা শরিফুল ইসলাম এবং এক রান করা গোলাম কিবরিয়াকে ফেরানোর পর সর্বোচ্চ ৩৮ রান করা মিনহাজুল আবেদীন সাব্বিরকেও ফেরান মোসাদ্দেক। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ৮৮ রানেই থামে শাইনপুকুরের ইনিংস।


আরো পড়ুন

সাদিকুর-বিজয়ের ঝড়ো হাফ সেঞ্চুরিতে গাজীর তৃতীয় জয়

১৩ মার্চ ২৫
হাফ সেঞ্চুরির পথে এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করেন ইমন। লিস্ট 'এ' ক্রিকেটে বটেই, স্বীকৃত ক্রিকেটেই এটি বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। লিস্ট 'এ' ক্রিকেটে রেকর্ডটি এতদিন ছিল যৌথভাবে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের।


২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন ফরহাদ। এর চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট 'এ' সংস্করণে হাবিবুরও ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন। অবশ্য সেদিন ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪৯ বলে সেঞ্চুরিও তুলে নেন হাবিবুর। যা এখনও এই সংস্করণে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।



সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের বিপক্ষে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সবমিলিয়ে লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি করেন কে উইরারত্নে। লঙ্কান ঘরোয়াতে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball