সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিমকে

ছবি: তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

সেখানে তার হার্টে রিং পরানো হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। খানিক বাদেই তামিমের জ্ঞান ফেরে। তিনি পরিবার ও সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন। তবে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পরযবেক্ষণে রাখা হয়। ডাক্তাররা জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
আল্লাহর অশেষ রহমত ও সকলের দোয়ায় আমি ফিরে এসেছি: তামিম
১৮ ঘন্টা আগে
এবার জানা গেছে আজ (মঙ্গলবার) সন্ধ্যায়ই ঢাকায় স্থানান্তর করা হচ্ছে তামিমকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তামিমকে ঢাকায় আনার বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান।
তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘তামিম আজকে সন্ধ্যায় (ইফতারের পর) ঢাকা নেওয়া হবে। এই প্রোগ্রাম (সিদ্ধান্ত) নিয়েছে তার পরিবার। সম্ভবত এভারকেয়ারে যাবে তারা ইফতারের পর। শঙ্কাটা কেটে গেছে, এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন।’

তামিমের বিশ্রাম হচ্ছে এখন। সঙ্গে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রয়েছেন। এ ছাড়া বাইরের কারণ সাক্ষাতের আপাতত অনুমতি নেই। তামিমকে এম্বুলেন্সেই ঢাকায় ফেরানো হবে বলে নিশ্চিত করেছেন তিনি। তামিমের এম্বুলেন্সের সঙ্গে থাকবে প্রটোকলও।
তামিমের সেঞ্চুরিতে জিতল মোহামেডান
৯ মার্চ ২৫
তিনি বলেছেন, ‘এয়ার এম্বুলেন্সে যাবে না, প্রটোকল নিয়েই যাবে এম্বুলেন্সে। সে ভালো আছে রেস্ট নিচ্ছে। আমার সঙ্গে দেখা হয়নি তার, তার স্ত্রী আছে আর একজন অ্যাটেন্ডেন্স ছাড়া স্বাস্থ্যগত কারণে কারও সাক্ষাতের অনুমতি নেই।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর তামিমের স্বাস্থ্যের অবস্থা নিয়ে বলেছিলেন, ‘তামিম ইকবালের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তামিম কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।'
তিনি যোগ করেছিলেন, 'তামিমকে আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। খেলায় ফেরার বিষয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।’