সিনিয়ররা অবসর নিয়েছেন, এখন আমাদের দায়িত্ব নিতে হবে: মিরাজ

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ

মিরাজের বিশ্বাস এই পারফরম্যান্স জাতীয় দলেও তাকে আত্মবিশ্বাস যোগাবে। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানিয়েছেন আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পরিকল্পনার কথাও। জিম্বাবুয়েকে হালকাভাবে নেয়াও উচিত হবে না বলে মনে করেন তিনি। এই সিরিজটিকে অনেক ক্রিকেটারের জন্য সুযোগ হিসেবেও দেখছেন তিনি।
জাতীয় দলে ফেরার স্বপ্ন নাসিরের, দুষলেন আগের নির্বাচকদের
৯ ঘন্টা আগে
মিরাজ বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের সুযোগ থাকবে। ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট জিতেছি, সেখানে অনেক খেলোয়াড় ছিল না। তাদের একটা সুযোগ হয়েছে (নতুনদের)।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে একের পর এক সিনিয়র ক্রিকেটার অবসর নিচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক সীমিত ওভারের ক্রিকেটে খেলছেন না। তামিম ইকবাল তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছেন। সাকিব আল হাসান খেলতে পারছেন না আইনগত বিভিন্ন কারণে। মিরাজ মনে করেন বাংলাদেশকে পরবর্তী ধাপে নিয়ে যেতে নতুনদের দায়িত্ব নিতে হবে।
ইবাদতের আগুনে বোলিংয়ের পর মিরাজ-হৃদয়ের ব্যাটে মোহামেডানের জয়
৬ এপ্রিল ২৫
তিনি বলেন, ‘নতুনদের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা ইতিমধ্যে অবসরে চলে গেছেন। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যেতে হবে, সেই দায়িত্বটা আমাদের সবার।’
মিরাজ আরও যোগ করেন, ‘আমরা কিন্তু ওয়ানডে ক্রিকেট খেলছি, অনেক দিন ধরে ডিপিএলের ভেতর আছি। টি–টোয়েন্টিও (খেলছি) না যে গিয়েই মারতে হবে। টেস্টের আগে হয়তো ১০ দিন সময় পাব। ১০ দিনের ভেতর প্রস্তুতি নিতে পারব।’ মিরাজ জানিয়েছেন, প্রথম টেস্টের আগে সিলেটে দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ দল।