তানজিদের সেঞ্চুরিতে তৃতীয়বারের মতো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ

ছবি: তানজিদের সেঞ্চুরিতে তৃতীয়বারের মতো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ, ক্রিকফ্রেঞ্জি

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষকে পাত্তাই দেননি তানজিদ। ৫৯ বলে দশটি চার ও সাতটি ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ৫৩ বলে অপরাজিত ২৬ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন সাইফ হাসান। ১৮.৩ ওভারে এই জয় তুলে নেয় রূপগঞ্জ।
অভিষেক রাঙিয়ে রাতুলের ৫ উইকেট, জিতল রূপগঞ্জ
২৫ মার্চ ২৫
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে পারটেক্স। ইনিংসের তৃতীয় ওভারে দলটির ওপেনার জসিম উদ্দিন আহত হয়ে মাঠ ছাড়েন। দশম ওভারের পঞ্চম বলে রূপগঞ্জকে ব্রেক থ্রু এনে দেন রেজাউর রহমান রাজা। তার গুড লেংথের বলে ফ্লিক করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন জয়রাজ শেখ। ২৮ বলে ১৬ রান করেন তিনি।

পরের ওভারে মোহাম্মদ রাকিব বিদায় নেন কোনো রান না করেই। সামিউন রাতুলের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। পারটেক্সের রান বাড়াচ্ছিলেন রুবেল মিয়া। হাফ সেঞ্চুরি পাওয়ার আগেই তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে বিদায় করে মেহেদী। ৪৮ বলে ৪১ রান করেন মেহেদী।
দুই হাফ সেঞ্চুরিতেও ২২৫ তাড়া করতে পারলেন না সাব্বিররা
২৫ মার্চ ২৫
কয়েক ওভারের মধ্যে সালেহিন রিফাতকেও ফেরান মেহেদী। ১৪ বলে তিন রান করা রিফাতও লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন। ২৬তম ওভারে শরিফুলের গুড লেংথের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন আলাউদ্দিন বাবু। এই অলরাউন্ডার এ দিন করেন ১৩ বলে ১৪ রান। এরপরের ওভারে মেহেদীকে লফটেড শট খেলতে গিয়ে লং অনে সৌম্য সরকারের মুঠোয় ধরা পড়েন আহরার আমিন পিয়ান।
ওপেনার জসিম পরে মাঠে ফিরলেও তাকে সুবিধা করতে দেননি শরিফুল। তার গুড লেংথের বলে পুল করতে গিয়ে ফিরে যান ১১ বলে ছয় রান করা এই ওপেনার। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ৩৪.৪ ওভারে থামে ১২৯ রান করে।