promotional_ad

নাসিরের প্রত্যাবর্তনের দিনে গাজী ক্রিকেটার্সকে হারাল রূপগঞ্জ

দেড় বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন নাসির হোসেন, ক্রিকফ্রেঞ্জি
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে জুয়াড়ির কাছ থেকে আইফোন উপহার নিয়েছিলেন নাসির হোসেন। সেই তথ্য গোপন করার পাশাপাশি এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আইসিসির সকল শর্ত পূরণ করায় নিষেধাজ্ঞার দেড় বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি।

promotional_ad

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার দিনে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ খেলেছেন নাসির। নিজের প্রত্যাবর্তনে রূপগঞ্জ টাইগার্সের হয়ে বল হাতে ১০ ওভারে ৩১ রান খরচায় ১ উইকেট নিয়েছেন ডানহাতি অফ স্পিনার। পরবর্তীতে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দুই চারে ১১ বলে ৯ রান করেছেন নাসির। বাংলাদেশের অলরাউন্ডারের ক্রিকেটে ফেরার দিনে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে রূপগঞ্জ।


আরো পড়ুন

জাতীয় দলে ফেরার স্বপ্ন নাসিরের, দুষলেন আগের নির্বাচকদের

৩ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাসির হোসেন, ক্রিকফ্রেঞ্জি

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৫৯ রান তাড়ায় রূপগঞ্জকে ভালো শুরু এনে দেন আব্দুল মজিদ ও অমিত মজুমদার। দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তোলে তারা। রূপগঞ্জ একশ ছুঁয়েছে ২২.৩ ওভারে। শুরু থেকেই সাবধানী ব্যাটিং করতে থাকা অমিত হাফ সেঞ্চুরি পেয়েছেন ৮৩ বলে। আরেক ওপেনার মজিদ পঞ্চাশ ছুুঁয়েছেন ৭০ বলে। 



promotional_ad

দুজনই হাফ সেঞ্চরি পাওয়ার পর রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন ৭৯ বলে ৫৩ রানের ইনিংস খেলা মজিদ। ডানহাতি ওপেনার ফিরলে থামে অমিতের সঙ্গে ১৩৮ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে আউট হয়েছেন অমিত। পেসার তোফায়েল আহমেদের বলে উইকেটের পেছনে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়েছেন ৯৮ বলে ৭৬ রানে। তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি নাসির। দুই চার মারা ডানহাতি ব্যাটার ফিরেছেন ৯ রানে। পরবর্তীতে রূপগঞ্জের জয় নিশ্চিত করেন আসাদুল্লা আল গালিব ও আল আমিন জুনিয়র। 


আরো পড়ুন

তানজিদের সেঞ্চুরিতে তৃতীয়বারের মতো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ

৭ ঘন্টা আগে
তানজিদের সেঞ্চুরিতে তৃতীয়বারের মতো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ, ক্রিকফ্রেঞ্জি

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজী ক্রিকেটার্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেছেন সাদিকুর রহমান। আরেক ওপেনার বিজয় আউট হয়েছেন চতুর্থ ওভারে। দারুণ ছন্দে থাকা অধিনায়ক বিজয়ের উইকেট নিয়েছেন হুসনা হাবিব মেহেদী। গাজী ক্রিকেটার্সের ১৫৯ রানে অল আউট হওয়ার দিনে সর্বোচ্চ ৩১ রান করেছেন তাহজিবুল ইসলাম।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball