তামিমের জায়গায় দায়িত্ব পাচ্ছেন হৃদয়

আন্তর্জাতিক
তামিমের জায়গায় দায়িত্ব পাচ্ছেন হৃদয়
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ঈদের ছুটি কাটিয়ে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রায় দেড় সপ্তাহের বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে সাইফ হাসান, নাহিদ রানা ও শেখ মেহেদীকে দেখা গেছে অনুশীলনে।

ডিপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে বিরতিতে গিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটিকে শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। যদিও ঈদের আগে শেষ ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল।

টসের পরই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তার অস্ত্রোপচারও করা হয়েছে। এরই মধ্যে তামিম হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলার অবস্থায় নেই। ফলে বিকল্প নেতৃত্ব বেঁছে নিতে হচ্ছে মোহামেডানকে। 

দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’

হৃদয়ের ওপরই দায়িত্ব দেয়ার সম্ভাবনা জানিয়ে শিপন আরও বলেন, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’

আরো পড়ুন: তামিম ইকবাল