
লিটনদের কোচের দায়িত্বে টেইট
হন্য হয়ে পেস বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ। পাকিস্তানের উমর গুল, সাউথ আফ্রিকার অ্যালান ডোনাল্ডের সঙ্গে আলোচনায় আছেন শন টেইটও। তবে টেইট ও গুলের মধ্যেই কেউ একজন বাংলাদেশের পেস বোলিং কোচ হচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি গুলই হচ্ছেন বাংলাদেশের কোচ।