পিএসএলে রিশাদ-শাহীন আফ্রিদিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

ছবি: বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রাসেল ডমিঙ্গো

লাহোরের প্রধান কোচ ও ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স হিসেবে ৮ বছর দায়িত্ব পালন করেছেন আকিব জাভেদ। তবে পাকিস্তানের নির্বাচক কমিটিতে যুক্ত হওয়ায় লাহোরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় তাকে। পরবর্তীতে পাকিস্তান জাতীয় দলের অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও নেন।
পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ-লিটন
২৭ মার্চ ২৫
আকিব সরে দাঁড়ানোর পর গায়ানায় আয়োজিত গ্লোবাল সুপার লিগের আগে গফের সঙ্গে চুক্তি করে লাহোর। পিএসএলেও প্রধান কোচের দায়িত্ব পালনের কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন ইংলিশ এই কোচ।

লম্বা সময়ের জন্য গফকে নিয়োগ দিলেও কয়েক মাসেই শেষ হচ্ছে সেই সম্পর্ক। লাহোর ফ্র্যাঞ্চাইজি অবশ্য গফের ব্যক্তিগত সমস্যাকে সম্মান দেখাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সে কালান্দার্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে এবং আমরা তার জন্য শুভ কামনা জানাই।’
গফের জায়গায় লাহোরের দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ ডমিঙ্গো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পিএসএলেল ২০২৫ মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের অংশ হতে মুখিয়ে আছি। তাদের সঙ্গে কাজ করার জন্য আমার তর সইছে না। আমি সবাইকে গর্বিত করতে মুখিয়ে আছি।’
চার বছরে তৃতীয় শিরোপা জিততেই ডমিঙ্গোকে দায়িত্ব দিয়েছে লাহোর। আগামী ১১ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের। প্রথম দিনেই মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে লাহোর। আগামী মৌসুমে তাদের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের রিশাদ হোসেনকে।