আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে বাধ্য হয়েই পিএসএলের সময় পিছিয়ে দিতে হচ্ছে আয়োজকদের। একই সময়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফলে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে নিশ্চিতভাবেই সংঘর্ষ হচ্ছে পিএসএলের।
এদিকে পিএসএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে করাচিতে সংবাদ সম্মেলনে সালমান নাসির বলেন, 'দুটি নতুন পিএসএল ফ্র্যাঞ্চাইজির জন্য নিলাম অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জিন্য একটি নির্দিষ্ট শহরের তালিকা দেয়া হবে, যেখান থেকে তারা নিজেদের পছন্দের শহর বেছে নিতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে, যে সব দল তাদের চুক্তিগত বাধ্যবাধকতা পূরণ করছে, তাদের হালনাগাদ মূল্যায়নও জানানো হবে।'
পিএসএলের বর্তমান ছয় ফ্র্যাঞ্চাইজি—লাহোর কালান্দার্স, করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পেশাওয়ার জালমি ও মুলতান সুলতান্স। তারা আবারও পিএসএলের নতুন চক্রে অংশ নিতে পারবে কিনা তা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে পিএসএলের পক্ষ থেকে।
এই মূল্যায়নের কাজটি করছে আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ং। যারা পরবর্তী ১০ বছরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি মূল্য নির্ধারণ করবে। মূল্যায়ন সম্পন্ন হলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ১০ বছরের জন্য পিএসএলের দল পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। তবে আগের প্রতিষ্ঠানগুলো রাজি না থাকলে সেসব দলের জন্যও নতুন দরপত্র আহ্বান করা হবে।
পিএসএলকে স্বতন্ত্র টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে পিসিবি। এর ফলে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আরও স্বাধীনভাবে পরিচালিত হতে পারবে। পিসিবির লক্ষ্য হলো পিএসএলের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা, তবে একই সঙ্গে বোর্ডের সঙ্গে কার্যকর সমন্বয়ও বজায় রাখতে চায় তারা।