প্রথমবারের মতো সিপিএলে নাম লেখালেন রিজওয়ান

ফ্র্যাঞ্চাইজি লিগ
প্রথমবারের মতো সিপিএলে নাম লেখালেন রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। দলের সঙ্গে যোগ দিতে সিপিএল ছাড়ছেন ফারুকি। ভারতের গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে এমনটাই।

২২ আগস্ট বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে পাকিস্তান তাকে এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ দুই জায়গা থেকেই বাদ দেয়ায় তিনি সিপিএলে অংশ নিতে পিসিবির অনুমতি পেয়েছেন।

এই টুর্নামেন্টে এটিই হবে মোহাম্মদ রিজওয়ানের প্রথম অংশগ্রহণ। সিপিএলে অংশ নেয়া পাকিস্তানি ক্রিকেটারদের তালিকায় নতুন করে যুক্ত হলেন তিনি। এর আগে ঘোষণা করা হয়েছিল লেগস্পিনার উসামা মির খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে।

এদিকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে এরই মধ্যে আছেন পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। এছাড়া এবারের সিপিএলে খেলছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইর্শাদ। যার ফলে লিগে পাকিস্তানের উপস্থিতি আরও দৃঢ় হয়েছে।

রিজওয়ানের এই চুক্তির ফলে পাকিস্তান দলের কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের জন্য নির্ধারিত ১২ মাসে সর্বোচ্চ দুটি বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার সীমা পূর্ণ হলো। এর আগে তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবারের আসর ভালোভাবে শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। প্রথম ম্যাচে জয় পেলেও পরের তিন ম্যাচে হেরেছে তারা। বর্তমানে পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। ২০১৭ ও ২০২১ সালের চ্যাম্পিয়নরা এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই এগোচ্ছে।

আরো পড়ুন: মোহাম্মদ রিজওয়ান