পাকিস্তান সুপার লিগে আসছে প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি

ছবি: প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজির প্রতিকী ছবি, এআই

এই অত্যাধুনিক প্রযুক্তি বল-বাই-বল ট্র্যাকিংয়ের মাধ্যমে ফিল্ডারদের অবস্থান, বোলারের রান-আপ, ব্যাটসম্যানের স্ট্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। সংগৃহীত ডেটা ব্রডকাস্টে রিয়েল-টাইম গ্রাফিক্স হিসেবে দেখানো হবে, যা দর্শকদের খেলার নানা দিক বুঝতে সাহায্য করবে। এ ছাড়াও, ফিল্ডিং জোন, ব্যাটসম্যানদের স্কোরিং এরিয়া, ক্যাচ নেওয়ার কৌশল এবং খেলোয়াড়দের শক্তি-দুর্বলতা অনুযায়ী ফিল্ড সেটআপের গভীর বিশ্লেষণ সম্ভব হবে।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির জানিয়েছেন ২০১৬ পিএসএল শুরুর পর থেকে এই লিগ সবসময় উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করে আসছে। প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি সংযোজন দর্শকদের ক্রিকেট দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি। এর মধ্যে দিয়ে পিএসএলের ম্যাচগুলোতে বিশ্বমানের কভারেজ দেয়া সম্ভব বলে বলে বিশ্বাস তার।

তিনি বলেছেন, 'পিএসএল সবসময় নতুনত্বকে স্বাগত জানিয়েছে। আগামী আসরে প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি যুক্ত করে আমরা দর্শকদের জন্য আরও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে চলেছি। আমাদের লক্ষ্য সবসময় বিশ্বমানের কভারেজ দেয়া। এই প্রযুক্তি পিএসএলকে আধুনিক ক্রিকেট ব্রডকাস্টিংয়ের জন্য একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।
‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন
৮ ঘন্টা আগে
১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএলের এবারের আসর। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে দুই বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। এবারের টুর্নামেন্টেও অংশ নিচ্ছে ছ'টি দল। ১৮ মের ফাইনাল পর্যন্ত মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৩টি ম্যাচ হবে।
এর মধ্যে ২টি এলিমিনেটর ও ফাইনাল রয়েছে। রাওয়ালপিন্ডিতে ১১টি ম্যাচ (কোয়ালিফায়ার-১ সহ) এবং করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম ও মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। পিএসএলের এবারের আসরে তিনটি ডাবল হেডার রয়েছে। এর মধ্যে দুটি শনিবার ও আরেকটি মে দিবসের ছুটিতে অনুষ্ঠিত হবে।