promotional_ad

লিটনদের কোচের দায়িত্বে টেইট

চিটাগং কিংসের জার্সিতে শন টেইট
হন্য হয়ে পেস বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ। পাকিস্তানের উমর গুল, সাউথ আফ্রিকার অ্যালান ডোনাল্ডের সঙ্গে আলোচনায় আছেন শন টেইটও। তবে টেইট ও গুলের মধ্যেই কেউ একজন বাংলাদেশের পেস বোলিং কোচ হচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি গুলই হচ্ছেন বাংলাদেশের কোচ।

promotional_ad

যদিও বিভিন্ন সূত্র জানাচ্ছে বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার সাবেক পেসার টেইট। তার কাঁধেই নাকি মুস্তাফিজুর রহমান-নাহিদ রানাদের দায়িত্ব তুলে দিতে চায় বোর্ড। এমন গুঞ্জনের মধ্যেই বড় চমক নিয়ে হাজির হয়েছে পিএসএলের দল করাচি কিংস। তারা টেইটকে কোচের দায়িত্ব দিয়েছে।


আরো পড়ুন

'শামীমের ধ্বংসাত্মক ব্যাটিং বাকিদের আত্মবিশ্বাস দিয়েছে', ফাইনালের আগে টেইট

৬ ফেব্রুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে টেইট, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ দলের সঙ্গে কাজ না করলেও সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের হয়ে কাজ করেছেন তিনি। টেইটের দল করাচির হয়েই পিএসএলে খেলবে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ফ্র্যাঞ্চাইজিটি টেইটকে দলে নেয়ার বিষয়টি নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে তারা।



promotional_ad

করাচির প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। তারই সহকারী হিসেবে কাজ করতে দেখা যাবে টেইটকে। সহকারী কোচ হলেও দলের পেস বোলারদের দেখভালের গুরু দায়িত্ব থাকবে এই সাবেক অস্ট্রেলিয়ার পেসারের কাঁধেই। 


আরো পড়ুন

পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী

৬ এপ্রিল ২৫
ফাইল ছবি

ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন টেইট। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার ব্রেট লির বিকল্প হিসেবে এসে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন। ন্যাথান ব্র্যাকেন-গ্লেন ম্যাকগ্রার সঙ্গে অজিদের এক সময়ের পেস বোলিং আক্রমণের ভরসা হয়ে উঠেছিলেন তিনি।



তবে ক্যারিয়ার জুড়েই তার প্রধান শত্রু ছিল ইনজুরি। এর ফলেই ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট ছাড়েন টেইট। এই অজি কোচ আফগানিস্তান দলের পেস বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া আবুধাবি টি-টেনের দল বাংলা টাইগার্সের কোচের ভূমিকাতেও ছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball