promotional_ad

পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী

ফাইল ছবি
ইংলিশের পাশাপাশি হিন্দি, তামিল, বাংলাসহ ১০টি ভিন্ন ভাষায় দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা। দেশের বিভিন্ন রাজ্যে খেলার জনপ্রিয়তা বাড়াতেই এমন আয়োজন করেছে আইপিএলের সম্প্রচারক প্রতিষ্ঠান। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের মতো পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) একাধিক ভাষায় থাকছে ধারাভাষ্য প্যানেলে।

promotional_ad

পিএসএলের প্রতি মৌসুমে ইংলিশ ধারাভাষ্য প্যানেল থাকলেও এবার যুক্ত হয়েছে উর্দু ধারাভাষ্য। প্রথমবারের মতো এমন আয়োজনের প্যানেলে রাখা হয়েছে তারিক সাঈদ, মেরিনা ইকবাল, আকিল সামার, আলী ইউনিস এবং সালমান বাটকে। যদিও আকিল ও মেরিনাকে পুরো মৌসুমের জন্য ধারাভাষ্য প্যানেলে পাওয়া যাবে না। 


আরো পড়ুন

লিটনদের কোচের দায়িত্বে টেইট

১১ ঘন্টা আগে
চিটাগং কিংসের জার্সিতে শন টেইট

১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের জনপ্রিয় লিগের ওয়ার্ল্ড ফিডের ধারাভাষ্য প্যানেলে বেশ কিছু চমক রয়েছে। পিএসএলে প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা যাবে ইংল্যান্ডের স্যার অ্যালিস্টার কুক, মার্ক নিকোলস, অস্ট্রেলিয়ার লিসা স্টেলেকার ও পাকিস্তানের ওয়াসিম আকরামকে।


বাংলাদেশ থেকে পিএসএলের ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানকে। এ ছাড়া মার্টিন গাপটিল, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার, ডমিনিক কর্কের মতো ধারাভাষ্যকার থাকবেন এবারের পিএসএলে। 



promotional_ad

পাকিস্তানের ধারাভাষ্য হিসেবে ওয়াসিম আকরামের সঙ্গে ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান, রমিজ রাজা, সিকান্দার বাখত এবং উরুজ মুমতাজ ধারাভাষ্য দেবেন। পিএসএলের পুরো টুর্নামেন্টের জন্য উপস্থাপিকা হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার এরিন হালান্ড ও পাকিস্তানের জয়নব আব্বাসকে।


ওয়ার্ল্ড ফিড ধারাভাষ্য প্যানেল- মার্ক নিকোলস, মার্টিন গাপটিল, অ্যালিস্টার কুক, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার, ডমিনিক কর্ক, লিসা স্টেলেকার, আতহার আলী খান, ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, সিকান্দার বাখত এবং উরুজ মুমতাজ।


উর্দু ফিড ধারাভাষ্য প্যানেল- তারিক সাঈদ, মেরিনা ইকবাল, আকিল সামার, আলী ইউনিস এবং সালমান বাট।



প্রেজেন্টার- এরিন হালান্ড এবং জয়নব আব্বাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball