এক ম্যাচ দেখে যারা সমালোচনা করে তারা খেলা বোঝে না: তাইজুল
২ উইকেটে ১৬২ রান নিয়ে চা বিরতি গিয়েছিল জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে বড় হুমকি জানাচ্ছিলেন নিক ওয়েলচ-শন উইলিয়ামস। তাদের ব্যাটেই প্রথম ইনিংসে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল সফরকারীরা। য়েলচ সেচ্ছায় অবসরে গেলে এই জুটি ভাঙে। তারা তৃতীয় উইকেটে যোগ করেন ৯০ রান।