আবরারের অপরাজিত ১৩০ রানের ইনিংসে যুবাদের বড় জয়

বাংলাদেশ
আবরারের অপরাজিত ১৩০ রানের ইনিংসে যুবাদের বড় জয়
জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩০ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশকে জিতিয়েছেন জাওয়াদ আবরার। তার ১০৬ বলের ইনিংসে ৬টি ছক্কা ও ১৪টি চারের মার ছিল।

আরেক ওপেনার কালাম সিদ্দিকী ফিরেছেন মাত্র ৫ রান করে। তবে ওয়ান ডাউনে নেমে ৮৯ বলে ৬৯ রানের ইনিংসে জাওয়াদকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আর তাতেই ৯৩ বল হাতে রেখে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশের যুবারা।

কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে আজ টসে জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারের মধ্যে ২১১ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ওপেনিংয়ে ভালো শুরু পেলেও এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দলীয় ৩০ রানের মাথায় ভাঙে তাদের উদ্বোধনী জুটি।

আল ফাহাদের বলে আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ডুলনিথ সিগেরা। ১৪ বলে ২৩ রান করে ফেরেন এই ওপেনার। এরপর দলীয় পঞ্চাশের আগে আরও দুই ব্যাটারকে হারায় তারা। এই বিপর্যয় থেকে স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

মিডল অর্ডারে চামিকা হেনাতিগালার ৫০ ও দিনুরার ৪৭ রানের ইনিংসে ভর করে কোনো মতে দুশ পার করে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে আল ফাহাদ একাই নেন ৬ উইকেট। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।

আরো পড়ুন: জাওয়াদ আবরার