আবার নিষিদ্ধ হৃদয়, খেলা হচ্ছে না আবাহনীর বিপক্ষে

বাংলাদেশ
আবাহনীর বিপক্ষে খেলা হচ্ছে হৃদয়ের
তাওহীদ হৃদয় ও তামিম ইকবাল, ডিপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। নিষেধাজ্ঞ দেয়া, এক ম্যাচ কমানো, আবার নিষেধাজ্ঞা দেয়া ও পরবর্তীতে এক বছর নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।

এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করে আবারও জরিমানার শিকার হয়েছেন হৃদয়। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হৃদয়। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর ফলে হৃদয়ের নামের পাশে মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা ৮টি। এ কারণে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করার কথা তার। এর মধ্যে একটি নিষেধাজ্ঞা ভোগ করেছেন কদিন আগেই। আরেকটি ম্যাচের নিষেধাজ্ঞা বিসিবির পক্ষ থেকে পিছিয়ে দেয়া হয়েছে এক বছর।

তবে আরও দুটি নিষেধাজ্ঞা ভোগ করতে হবে হৃদয়কে। এর মধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ফলে আবাহনী লিমিটেডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না সেটা প্রায় নিশ্চিত। ২৯ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আবাহনী ও মোহামেডান।

এই ম্যাচেই খেলা হচ্ছে না হৃদয়ের। এর আগে গাজী গ্রুপের বিপক্ষে শনিবার ওয়াসি সিদ্দিকীর বলে গালিতে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। যদিও ৫৪ বলে ৩৭ রানের ইনিংস খেলা মোহামেডান অধিনায়ক আম্পায়ারের সিদ্ধান্তে খুব বেশি সন্তুষ্ট হতে পারছিলেন না।

নন স্ট্রাইক প্রান্ত থেকে মাহমুদউল্লাহ রিয়াদের ইশারা পেয়ে মাথা নিচু করে মাঠ ছাড়েন হৃদয়। যদিও মাঠ ছাড়ার আগে আরও বেশ কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। যা আচরণবিধি অনুযায়ী নিষিদ্ধ। এ কারণেই শাস্তি পেতে হয়েছে হৃদয়কে।

আরো পড়ুন: তাওহীদ হৃদয়