চিকিৎসার জন্য ইংল্যান্ডে গেলেন তাসকিন

ছবি: তাসকিন আহমেদ, ছবি ফেসবুক থেকে নেয়া

প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোরও পরামর্শ দিয়েছিলেন তিনি। তাসকিনের চোটকে গুরুত্বসহকারেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে কারণেই তাকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। রবিবার রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন এই ওপেনার।
চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানো হচ্ছে তাসকিনকে
২২ এপ্রিল ২৫
নিজেই ইংল্যান্ডে যাওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাসকিন লিখেছেন, 'আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।'

সিদ্ধান্ত বদলাতে শরফুদ্দৌলাকে অনুরোধ করবে বিসিবি
৮ ঘন্টা আগে
কদিন আগেই দেবাশিষ নিশ্চিত করেছিলেন তাসকিনের বাঁ পায়ের গোঁড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে। এটা ম্যানেজ করেই তাকে খেলা চালিয়ে যেতে হবে। ব্যথাটাও আসা যাওয়ার মধ্যেই থাকবে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে তাসকিন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে নাম লিখিয়েছিলেন।
এরপর খেলেছেন তিনটি ম্যাচও। রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছিলেন এই পেসার। আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নিয়েছিলেন দুটি উইকেট। তবে এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। চোটের কারণে বিসিবির চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি।