বিপিএল • সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম

Bangladesh Premier League
NE
133/6 (20.0 ov)
DC

নোয়াখালীর বিপক্ষে টস জিতলেন মিঠুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

ঢাকার একাদশে ১টি পরিবর্তন, খেলছেন না সাইফ

একাদশে একটি পরিবর্তন এনেছে ঢাকা। অপরদিকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে নোয়াখালী এক্সপ্রেস।


নোয়াখালী এক্সপ্রেসের একাদশ: হাবিবুর রহমান সোহান, সৌম্য সরকার, মাজ সাদাকাত, আবু হাসিম, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ নবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার), হায়দার আলী (অধিনায়ক), হাসান মাহমুদ, জাহির খান ও রেজাউর রহমান রাজা।


ঢাকা ক্যাপিটালসের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, আবদুল্লাহ আল মামুন II, ইরফান সুক্কুর, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও জিয়া শরিফি।






সৌম্য-মুনিমদের শুরুতেই ফিরিয়ে দিলো ঢাকা

পাওয়ার প্লে'তেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। ১৮ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। প্রথমে ফিরে যান সৌম্য সরকার। ইমাদ ওয়াসিমের ফুলার লেংথের বলে কাভারে খেলতে গিয়ে ক্যাচ আউট হন সৌম্য সরকার। ছয় বলে এক রান আসে তার ব্যাটে।


পরের ওভারে হাবিবুর রহমান সোহানও ফিরে যান। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন সোহান। তার ব্যাটে আসে ১৩ বলে ছয় রান।


মুনিম শাহরিয়ারও টিকতে পারেননি। মোহাম্মদ সাইফউদ্দিনের ফুলার লেংথের ডেলিভারিটি ডাউন দ্যা গ্রাউন্ডে খেলতে গিয়ে বোল্ড হন ছয় বলে দুই রান করা মুনিম। পাওয়ার প্লে'তে ১৯ রান তুলতেই তিন উইকেট পড়ে যায় নোয়াখালীর।

নাসিরের উইকেট, বিপাকে নোয়াখালী

৪০ রানের মধ্যে আরো দুটি উইকেট হারায় নোয়াখালী। মাহিদুল ইসলাম অঙ্কনকে ফেরান জিয়া শরিফি। তার বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন ৯ বলে চার রান করা অঙ্কন।


এরপর নাসির হোসেনের বলে ফিরে যান মাজ সাদাকাতও। ১৯ বলে ২৪ রান করেন তিনি। নাসিরের শর্ট লেংথের বলে সীমানা পার করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন তিনি।

নবি-হায়দারের লড়াই, নোয়াখালীকে অল্পতেই থামালো ঢাকা

৪০ রানে পাঁচ উইকেট হারানো নোয়াখালীকে বাকি সময়টা বয়ে নিয়ে গেছেন মোহাম্মদ নবি এবং হায়দার আলী। এই দুজনের অনবদ্য ইনিংসে কোনোমতে ১২০ এর গণ্ডি পেরোতে পারে নোয়াখালী।


ইনিংসের শেষ ওভারে ৩৬ বলে ৪৭ রান করে আব্দুল্লাহ আল মামুনের বলে বোল্ড হন হায়দার। নবির সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তিনি।


শেষ পর্যন্ত নবির ৩৩ বলে ৪২ রানের ইনিংসে ছয় উইকেটে ১৩৩ রান তোলে নোয়াখালী।

নাসিরের ৯০ রানের বিধ্বংসী ইনিংস, ঢাকার সহজ জয়

নাসির হোসেনের ৫৩ বলে অপরাজিত ৯০ রানের বিধ্বংসী ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় ঢাকা ক্যাপিটালস। ৩৫ বল বাকি থাকতে এই ম্যাচটি জিতে ঢাকা।