বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ এনে কলকাতা ও বিসিসিআইয়ের উপর চাপ প্রয়োগ করে কলকাতার রাজনৈতিক দল বিজেপির একটা অংশ ও বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন। কয়েকজন ধর্মগুরু তো হুমকিও দিয়েছেন যাতে মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেয়া হয়নি। এক প্রকার বাধ্য হয়েই বাংলাদেশের পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা। তবে সেই ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে।
সরকারের নির্দেশে বিসিবি আইসিসিকে চিঠিতে জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। যা নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা চলমান আছে। মুস্তাফিজকে নিয়ে আলোচনার শুরুটা হলেও তিনি পুরোদমে বিপিএল মাতাচ্ছেন। রংপুরের হয়ে এখনো পর্যন্ত ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল থেকে বাদ পড়লেও মুস্তাফিজের পারফরম্যান্সে সেটার প্রভাব পড়েনি।
বাঁহাতি পেসারকে নিয়ে সংবাদ সম্মেলনে মিকি আর্থার বলেন, ‘ফিজ পুরোপুরিই একজন যথাযথ পেশাদার (ক্রিকেটার)। আমাদের জন্য অবিশ্বাস্য সে, অসাধারণ (পারফর্ম) করছে। বোলার হিসেবে তার মান আমরা জানি, বিশ্বের যে কারও মতোই ভালো সে, যদি শ্রেয়তর নাও হয়। ফিজের আরেকটি ব্যাপার হলো, খুব ভালো টিম ম্যান সে এবং দারুণ বিনয়ী।’
‘তাকে সামলানোর মতো কোনো ব্যাপার তাই নেই। সে প্রতিদিন মাঠে নামে, নিজের কাজটা করে এবং সামর্থ্যের সেরাটা দিয়ে কাজটা করে। যা হয়েছে (আইপিএল থেকে বাদ পড়া), তার জন্য খুবই হতাশার। কেকেআরের হয়ে সত্যিই খুব ভালো চুক্তি পেয়েছিল সে এবং শেষ পর্যন্ত যা হলো, হতাশাজনক।’
আইপিএল থেকে বাদ পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েন কিনা সেটা নিয়ে ভয়ে ছিল রংপুর। যদিও মাঠে কিংবা মাঠের বাইরে সেটার ছাপ চোখে পড়েনি। অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, মুস্তাফিজ ‘বিন্দাস’ আছেন। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের চোখে বাঁহাতি পেসার আছেন ‘চিল মুডে’। এমন সময়ে তাঁর সঙ্গে কথা বলেছেন মিকি আর্থারও।
এ প্রসঙ্গে রংপুরের প্রধান কোচ বলেন, ‘হ্যাঁ, কথা বলেছি আমরা। চট করে একটু আলোচনা হয়েছে আমাদের। ফিজ ও আমার মধ্যে একটু ভাষাগত প্রতিবন্ধকতা আছে। আমি যা বলেছি, সে শুনেছে। সে যা বলেছে, আমি বুঝতে পেরেছি। ওখানেই আমরা ব্যাপারটা শেষ করেছি এবং সামনে এগিয়েছি।’
ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলা হলেও সেই সময় ব্যস্তই থাকবেন মুস্তাফিজ। কলকাতা চুক্তি বাতিল করায় তাকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। জানা গেছে, বাংলাদেশের পেসারকে পেতে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি যোগাযোগও করেছে। ওই সময় বাংলাদেশের কোন সিরিজ না থাকায় পুরো পিএসএল খেলতে পারবেন মুস্তাফিজ।