সাকিবের সঙ্গে এই লিগে খেলবেন রুবেল হোসেন এবং নাজমুস সাদাত। এশিয়ান লিজেন্ড লিগ ভিন্ন ভিন্ন পোস্টের মাধ্যমে সাকিব, রুবেল এবং সাদাতের অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছে।
এশিয়ান ক্রিকেটের সাবেক তারকাদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগ ফিরছে দ্বিতীয় মৌসুমে। আগামী ১৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
ভারতের মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানে আয়োজক ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ (ইউএই) আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মৌসুমের ঘোষণা দেয়।
নতুন মৌসুমে লিগটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। এবার অংশ নিচ্ছে মোট সাতটি ফ্র্যাঞ্চাইজি।
আগের দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছে দুটি নতুন দল, যা প্রতিযোগিতায় বৈচিত্র্য ও উত্তেজনা আরও বাড়াবে। আয়োজকদের মতে, এশিয়া জুড়ে লিগটির জনপ্রিয়তা বাড়ায় এমন সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মৌসুমের আরেকটি বড় সংযোজন হলো ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। আইপিএলের আদলে চালু হতে যাওয়া এই নিয়ম ম্যাচের কৌশলগত দিককে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। ম্যাচ চলাকালীন প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় বদলের সুযোগ থাকায় দলের ভারসাম্য ও রোমাঞ্চ, দুটিই বাড়বে বলে আশা করা হচ্ছে।