আইপিএল শুরুর এখনো মাস তিনেক বাকি থাকলেও প্রস্তুতির অংশ হিসেবে সাউথ আফ্রিকায় যাচ্ছেন তারা। এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের মালিকানায় আছে লক্ষ্ণৌর মালিকানাধীন প্রতিষ্ঠান। আইপিএলের আগে সারিয়ে তুলতে মহসিন ও আভেষকে ডারবানের সঙ্গে অনুশীলন করানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের দুজনের সঙ্গে যেতে পারেন নামান তিওয়ারিকেও।
আগামী সপ্তাহের যেকোন সময় ডারবানের উদ্দেশ্যে সাউথ আফ্রিকার বিমান ধরতে পারেন লক্ষ্ণৌর পেসাররা। তাদের তিনজনের কেউই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে নেই। এমনকি বিজয় হাজারে ট্রফির জন্য নিজেদের রাজ্য দলেও। তবুও প্রটোকল মেলে বিসিসিআইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে লক্ষ্ণৌর কোচিং প্যানেলে আছেন টম মুডি, ল্যান্স ক্লুজনার, ভরত অরুণ ও কার্ল ক্রো। তারা সবাই আবার ডারবানের কোচিং প্যানেলেও আছেন। মূলত আইপিএলের জন্য প্রস্তুত করতেই তাদেরকে সেখানে পাঠানো হচ্ছে। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, এটা ক্রিকেটারদের পুনর্বাসন ও ফেরার জন্য কাজে দেবে।
মধ্য প্রদেশের পেসার আভেষ গত আইপিএলের পর থেকেই চোটের কারণে প্রতিযোতিামূলক ম্যাচ খেলছেন না। এদিকে মিনি নিলাম থেকে এক কোটি রুপিতে নামানকে কিনে নিয়েছে লক্ষ্ণৌ। আগামী কিছুদিন পর মাঠে গড়াবে বিজয় হাজারে ট্রফি। তবে উত্তর প্রদেশের স্কোয়াডে নেই ২০ বছর বয়সি বাঁহাতি এই পেসার।
নামানের বাইরে নিলাম থেকে ৮.৬ কোটি রুপিতে অস্ট্রেলিয়ার জশ ইংলিস, ২.৬ কোটি রুপিতে মুকুল চৌধুরি, ২.২ কোটি রুপিতে আকশাত রাঘুবংশী, ২ কোটি রুপিতে অ্যানরিখ নরকিয়া এবং ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের গত আসরে সাত নম্বরে থেকে শেষ করে লক্ষ্ণৌ। আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টের আগামী মৌসুম।