বিসিবির বিবৃতি হুবহু তুলে ধরা হলো-
আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৬ (জিম্বাবুয়ে ও নামিবিয়া)–এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ভারতের মধ্যকার খেলাটির টসের সময় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত ঘটনার বিষয়ে দৃষ্টি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি। সে কারণে সহ–অধিনায়ক জাওয়াদ আবরার ওই সময় দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করে জানাতে চায়, প্রতিপক্ষ দলের অধিনায়কের সঙ্গে করমর্দন না হওয়াটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসতর্কতার ফল। এ ঘটনায় প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অশ্রদ্ধা বা অবজ্ঞা প্রদর্শনের উদ্দেশ্য মোটেও ছিল না।
বিসিবি বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে দেখেছে। কারণ ক্রিকেটের চেতনা রক্ষা করা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন—যে কোনো স্তরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এটি একটি মৌলিক শর্ত। এ বিষয়ে বোর্ড তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, প্রতিপক্ষ দলের সঙ্গে সব ধরনের আচরণ ও যোগাযোগে সর্বোচ্চ পর্যায়ের ক্রীড়াসুলভ মানসিকতা, সৌহার্দ্য এবং পারস্পরিক সম্মান বজায় রাখা তাদের দায়িত্ব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঠের ভেতরে ও মাঠের বাইরে—ক্রিকেটের মূল্যবোধ ও নীতির প্রতি তার পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।