মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৪২ রান তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে দুই ওপেনারের বিদায়ের পর শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন ওপেনার রেড্ডি পাগিডিয়ালা। এর বাইরে ৩৩ রান করেন প্রিয়া সিং। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন নাহিদা আক্তার ও ৩ উইকেট নেন রিতু মনি। তাতেই লড়াইয়ের সুযোগ পায়নি যুক্তরাষ্ট্র। ২টি উইকেট নিয়েছেন রাবেয়া খান।
এদিন আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। এরপর জুয়াইরা ফেরদৌস আউট হন। দুজনই ফিরেছেন ১৭ রান করে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। তিনি ২ রান করে আউট হয়েছেন।
এরপর সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সোবহানা ৩২ রান করে ফেরেন। এই জুটি ভাঙে ৬৩ রানে। এরপর স্বর্ণা আক্তার ও সুপ্তা মিলে আরও কিছু রান যোগ করেন। হাফ সেঞ্চুরি করে সুপ্তা ফেরেন ৩৯ বলে ৬৩ রান করে। তার ইনিংস জুড়ে একটি ছক্কা ও ৮টি চারের মার ছিল।
এরপর শেষদিকে স্বর্ণা ও রাবেয়া খানের ব্যাটে দেড়শ পাড় করে বাংলাদেশ। স্বর্ণা অপরাজিত থাকেন ১২ বলে ১৬ রান করে। আর রাবেয়ার ব্যাট থেকে আসে ৬ রান। যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাধাভান নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি উইকেট পান ইসানি ভাগেলা।