ক্লাব ও বিসিবিকে সঙ্গে নিয়ে আবারও মিটিংয়ে বসবে কোয়াব
১৮ নভেম্বর মাঠে গড়ানোর কথা ছিল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের। আগেই লিগ বর্জন করা ক্লাবগুলো স্বাভাবিকভাবেই ছিল না ৫ ও ৬ নভেম্বরের দলবদলে। দুই দিনের দল বদলে ১২টি ক্লাব নিবন্ধন করায় ১০৬ জন ক্রিকেটারকে। ২০ দলের টুর্নামেন্টে ৮টি ক্লাব দলবদলে অংশ না নেয়ায় লিগ পিছিয়ে যাওয়া অনুমেয়ই ছিল। শেষ পর্যন্ত সপ্তাহখানেক পিছিয়ে যাচ্ছে টুর্নামেন্টটি।