পরের বিপিএলে নোয়াখালীকে শিরোপা জেতাতে চান ইহসানউল্লাহ

বিপিএল
ইহসানউল্লাহ, ক্রিকফ্রেঞ্জি
ইহসানউল্লাহ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আশানরুপ পারফরম্যান্স করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। কাগজে-কলমে আসর থেকে ছিটকে না গেলেও সেই পথেই আছে আসরের নবাগত দলটি। এবার না পারলেও আগামী আসরে দলটিকে শিরোপা জেতাতে চান ইহসানউল্লাহ।

আসরে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে নোয়াখালী। দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার একদম তলানিতে আছে তারা। চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের বাকি দুটি ম্যাচ খেলবে নোয়াখালী।

এই দুটি ম্যাচ জিতলেই অবশ্য প্লে-অফ নিশ্চিত হবে না নোয়াখালীর। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে। এখনো অবশ্য আশা ছাড়তে রাজি নন ইহসানউল্লাহ।

পাকিস্তানের এই পেসার বলেন, 'নোয়াখালীর যারা ভক্ত এবং সমর্থক আছেন, তাদের আমি এটাই বলছি- আলহামদুলিল্লাহ, আমরা এখন দুইটা ম্যাচ জিতে গিয়েছি। এখনো দুইটা বাকি আছে। যদি ভালো রান রেটে আমরা শেষ করতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারব। যদি রংপুর-ঢাকার ম্যাচটা আমাদের অনুকূলে থাকে এবং ঢাকা জেতে, তবে ইনশাআল্লাহ আমাদের সুযোগ তৈরি হবে।'

এই আসরে না পারলেও ইহসানউল্লাহর নজর বিপিএলের পরবর্তী মৌসুমে, 'বিপিএলে এটা একটা নতুন দল। তো ইনশাআল্লাহ, এই টুর্নামেন্টের শেষটা ভালো হবে। এই আসরে যদি আমরা চ্যাম্পিয়ন হতে না-ও পারি, ইনশাআল্লাহ আগামী আসরে আমরা চ্যাম্পিয়ন হবো।'

বিপিএলে এখন পর্যন্ত সেভাবে আলোড়ন তুলতে পারেননি ইহসানউল্লাহ। তবে পাকিস্তান সুপার লিগসহ অন্যান্য জায়গায় পারফর্ম করে শীঘ্রই জাতীয় দলের দুয়ার খুলতে চান তিনি।

ইহসানউল্লাহ আরো বলেন, 'আমি পাকিস্তান দলে ফিরতে চাই। এখন ফিটনেস নিয়ে একটু কাজ করছি, সামনে ফিটনেসের ওপর আরও কাজ করব। ইনশাআল্লাহ আবার নিজের (জাতীয়) দলে ফিরব।'

আরো পড়ুন: