মুস্তাফিজকে নিয়ে ভয়ে ছিল রংপুর

বিপিএল
রংপুরের জার্সিতে মুস্তাফিজুর রহমান, বিসিবি
রংপুরের জার্সিতে মুস্তাফিজুর রহমান, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিত বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে আইসিসির কাছে।

জানা গেছে আইসিসিও নতুন সূচি তৈরিতে লেগে পড়েছে। মুস্তাফিজ এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তার দল রংপুর রাইডার্স অবশ্য চিন্তায় ছিল এই বাঁহাতি পেসার ভেঙে পড়েন কিনা। তবে মুস্তাফিজ স্বাভাবিক আছেন বলেই নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'আমাদেরও চিন্তা ছিল প্রথম প্রথম। মুস্তাফিজ কীভাবে নিজের প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু আমি মনে করি তার স্নায়ু লোহার মতো শক্ত। আমার কাছে মনে হয় যে সে খুবই পেশাদার। এইসব উত্থান পতন জীবনে আসবেই।'

রংপুর রাইডার্স এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে আছে। এই ফর্মের নেপথ্যে বড় অবদান আছে মুস্তাফিজেরও। তিনি ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন। চলতি আসরে ৫ ম্যাচে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। তবে এখনই শিরোপার চিন্তা করছে না দলটি।

তানিম বলেছেন, 'এখনও শিরোপার চিন্তা করাটা আসলে সঠিক সময় নয়। প্রথমে আমরা কীভাবে করে সেরা চারে কোয়ালিফাই করব, কী তারপর কীভাবে করে এক-দুইয়ে শেষ করব এবং তারপর কীভাবে করে ফাইনাল খেলব এটা প্রক্রিয়ার ব্যাপার।'

রংপুরের দল নিয়ে তিনি আরও যোগ করেন, 'রংপুর রাইডার্স যখনই দল বানাবে এবং যত বছরই খেলবেন, সবসময় চেষ্টা করব শিরোপা জয়ের জন্যই দল বানাতে। চ্যাম্পিয়নশিপ জেতাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে আমরা এখন প্রক্রিয়ার মধ্যে থাকাটা গুরুত্বপূর্ণ।'

আরো পড়ুন: