মাঠের মতো মাঠের বাইরের কাজেও ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিরা। নিয়ম অনুযায়ী, তিনটি ধাপে নিলাম থেকে কেনা ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে দলগুলোকে। যেখানে বলা আছে প্রথম কিস্তিতে চুক্তি স্বাক্ষরের সময় ২৫ শতাংশ পারিশ্রমিক ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে। দলের শেষ লিগ ম্যাচের আগে দিতে হবে আরও ৫০ শতাংশ।
বাকি ২৫ শতাংশ পরিশোধ করতে হবে টুর্নামেন্ট শেষে ৩০ দিনের মধ্যে। ২৬ ডিসেম্বর সিলেটে মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগেই নিয়মানুসারে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, রিপন মণ্ডল, মুশফিকুর রহিমদের ২৫ শতাংশ পারিশ্রমিকের অর্থ বুঝিয়ে দিয়েছে রাজশাহী। তাদের পথে হাঁটতে শুরু করেছে বাকিরাও।
২৪ ডিসেম্বর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করার সময় ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধ করেছে রংপুর। লিটন দাস, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতিদের চেক তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাকি দলগুলোর কত শতাংশ করে দিয়েছে তা এখনো জানা যায়নি।