বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

বিপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। দেশের তিন ভেন্যুতে হবে ছয় দলের টুর্নামেন্ট। সিলেটের সঙ্গে ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রাম ও ঢাকা। ভেন্যু বাড়ানোর আশ্বাস দেয়া হলেও শেষ পর্যন্ত সেটার বাস্তবায়ন হয়নি।

সিলেটে বিপিএল শুরু হওয়ার সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। ৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর সিলেট, ৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ১৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব।

সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি মিরপুরে হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ারের পাশাপাশি ফাইনাল ম্যাচের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে।

তারিখ ও দিনম্যাচসময়ভেন্যু
২৬ ডিসেম্বর, শুক্রবারসিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্সদুপুর ৩টাসিলেট
২৬ ডিসেম্বর, শুক্রবারনোয়াখালী এক্সপেস-চট্টগ্রাম রয়্যালসসন্ধ্যা ৭টা ৪৫ মিনিটসিলেট
২৭ ডিসেম্বর, শনিবারঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্সদুপুর ১টাসিলেট
২৭ ডিসেম্বর, শনিবারসিলেট টাইটান্স-নোয়াখালী এক্সপ্রেসসন্ধ্যা ৬টাসিলেট
২৯ ডিসেম্বর, সোমবাররংপুর রাইডার্স-চট্টগ্রাম রয়্যালসদুপুর ১টাসিলেট
২৯ ডিসেম্বর, সোমবাররাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেসসন্ধ্যা ৬টাসিলেট
৩০ ডিসেম্বর, মঙ্গলবারসিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালসদুপুর ১টাসিলেট
৩০ ডিসেম্বর, মঙ্গলবারঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সসন্ধ্যা ৬টাসিলেট
১ জানুয়ারি, বৃহস্পতিবারসিলেট টাইটান্স-ঢাকা ক্যাপিটালসদুপুর ১টাসিলেট
১ জানুয়ারি, বৃহস্পতিবাররংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্সসন্ধ্যা ৬টাসিলেট
২ জানুয়ারি, শুক্রবারঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালসদুপুর ২টাসিলেট
২ জানুয়ারি, শুক্রবারসিলেট টাইটান্স-রংপুর রাইডার্সসন্ধ্যা ৭টাসিলেট
৫ জানুয়ারি, সোমবাররংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালসদুপুর ১টাচট্টগ্রাম
৫ জানুয়ারি, সোমবারচট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সসন্ধ্যা ৬টাচট্টগ্রাম
৬ জানুয়ারি, মঙ্গলবারনোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্সদুপুর ১টাচট্টগ্রাম
৬ জানুয়ারি, মঙ্গলবারচট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্সসন্ধ্যা ৬টাচট্টগ্রাম
৮ জানুয়ারি, বৃহস্পতিবারসিলেট টাইটান্স-রংপুর রাইডার্সদুপুর ১টাচট্টগ্রাম
৮ জানুয়ারি, বৃহস্পতিবাররাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালসসন্ধ্যা ৬টাচট্টগ্রাম
৯ জানুয়ারি, শুক্রবারচট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসদুপুর ২টাচট্টগ্রাম
৯ জানুয়ারি, শুক্রবাররাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্সসন্ধ্যা ৭টাচট্টগ্রাম
১১ জানুয়ারি, রোববাররংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেসদুপুর ১টাচট্টগ্রাম
১১ জানুয়ারি, রোববারচট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালসসন্ধ্যা ৬টাচট্টগ্রাম
১২ জানুয়ারি, সোমবাররাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্সদুপুর ১টাচট্টগ্রাম
১২ জানুয়ারি, সোমবারনোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালসসন্ধ্যা ৬টাচট্টগ্রাম
১৫ জানুয়ারি, বৃহস্পতিবারঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেসদুপুর ১টাঢাকা
১৫ জানুয়ারি, বৃহস্পতিবারচট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটান্সসন্ধ্যা ৬টাঢাকা
১৬ জানুয়ারি, শুক্রবারনোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়র্সদুপুর ২টাঢাকা
১৬ জানুয়ারি, শুক্রবারঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সসন্ধা ৭টাঢাকা
১৭ জানুয়ারি, শনিবাররাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালসদুপুর ১টাঢাকা
১৭ জানুয়ারি, শনিবারনোয়াখালী এক্সপ্রেস-রংপুর রাইডার্সসন্ধ্যা ৬টাঢাকা
১৯ জানুয়ারি, সোমবারএলিমিনেটর (৩য় বনাম ৪র্থ দল)দুপুর ১টাঢাকা
১৯ জানুয়ারি, সোমবারকোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য় দল)সন্ধ্যা ৬টাঢাকা
২১ জানুয়ারি, বুধবারকোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৬টাসন্ধ্যা ৬ টাঢাকা
২৩ জানুয়ারি, শুক্রবারফাইনালসন্ধ্যা ৭ টাঢাকা

আরো পড়ুন: