জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব, বিসিবির ঘোষণা

বাংলাদেশ
সাকিব আল হাসান
সাকিব আল হাসান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাকিব আল হাসানের বিষয়ে বোর্ডে আলোচনা করা হয়েছে। সাকিব যদি ফিট এবং অ্যাভেইলেবল থাকেন, তাহলে নির্বাচক প্যানেল জাতীয় দলে সাকিবকে বিবেচনা করবে। শনিবার বিসিবি সভা শেষে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

সাকিবকে জাতীয় দলে ফেরানোর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতেও ফেরানোর ব্যাপারে আলোচনা হচ্ছে। এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন মোট ২৭ ক্রিকেটার। এই বিষয়টিও নিশ্চিত করেছে বিসিবি। সব মিলিয়ে সাকিবকে দলে ফেরানোর সব রকমের তোরজোড় শুরু করে দিয়েছে আইসিসি।

সাকিবের বিষয়ে আমজাদ হোসেন বলেছেন, 'আমাদের বোর্ডে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করা হয়েছে। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সাকিব যদি অ্যাভেইলএবল থাকেন, ফিটনেস থাকে ও ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকে তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে দলে নেয়ার জন্য বিবেচনা করবে।'

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতেও সাকিবকে সব রকমের সহায়তা করবে বিসিবি। এ প্রসঙ্গে তিনি যোগ করেন, 'সাকিব অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। বোর্ড তাকে অনাপত্তিপত্র দেবে প্রয়োজন অনুযায়ী। হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজের জন্যই নির্বাচক প্যানেলে তাকে বিবেচনা করা হবে।'

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে আসতে পারেননি সাকিব। এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে দেশে হত্যা মামলাও রয়েছে। ফলে সাকিবের দেশে ফেরা নিয়ে শঙ্কা থাকছেই। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের সভাপতিকে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করতে। তার ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে, সেটা তার নিজস্ব। সেগুলোকে যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে, সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। এটাই হলো মূল কথা।’

আরো পড়ুন: