মাশরাফিরা বাংলাদেশে থাকতে পারলে সাকিবও থাকতে পারবে: আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট
আসিফ আকবর
আসিফ আকবর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। আওয়ামী লিগ সরকারের পতনের পর দেশে তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়েছিল। সর্বশেষ ভারত সিরিজের পর বাংলাদেশের জার্সি গায়ে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। তীব্র আন্দোলনের ফলে দেশের মাটিতে টেস্ট খেলে অবসরের চাওয়াও পূরণ হয়নি সাকিবের।

ফলে সাকিবের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। তবে জাতীয় দলে খেলতে না পারলেও সাকিব নিয়মিত অংশ নিয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও আবুধাবি টি-টেনে খেলেছেন তিনি। এবার তার জন্য খুলে গেছে জাতীয় দলের দরজাও। বিসিবি জানিয়েছেন জাতীয় দলে তাকে ফেরানোর জন্য তৈরি বিসিবি।

বিশেষ করে বিসিবি পরিচালক আসিফ আকবর দুজন ক্রিকেটারের উদাহরণ টেনে বলেছেন তারা বাংলাদেশে থাকলে সাকিবও থাকবেন। আওয়ামী লিগ সরকারের এমপি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনিও বাংলাদেশে অবস্থান করছেন। ফলে সাকিবের দেশে ফিরতে কোনো অসুবিধা দেখছেন না আসিফ।

তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'সে ক্ষেত্রে বাংলাদেশ দুই-তিনটি উদাহরণ আছে। এক মাশরাফি বিন মুর্তজা। সে বাংলাদেশে অবস্থান করছে। ৩ আগস্টের পর আরেকজন ক্রিকেটারও বাংলাদেশে অবস্থান করছে। ওই দুজন যদি থাকতে পারে সাকিব আল হাসান কেন নয়।'

সাকিবকে নিয়ে আসিফ আরও যোগ করেন, 'সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশের প্লেয়ার ছিল। বাংলাদেশে সাকিবের ন্যাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই জায়গা থেকেই তাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া।'

আরো পড়ুন: