বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট
ইশতিয়াক সাদেক
ইশতিয়াক সাদেক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। আজ বোর্ডের চলমান সভায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বোর্ডের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের খবর অনুযায়ী, বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাদেক। তবে তিনি নিজের কাজ যথাযথভাবে সময় দিতে পারছেন না বলে নিজেই সরে দাঁড়িয়েছেন তিনি।

শনিবার ক্রিকবাজকে ইশতিয়াক সাদেক বলেন, 'হ্যাঁ, আমি পদত্যাগ করছি—এটা সত্য। গেম ডেভেলপমেন্টের মতো একটি বড় ও গুরুত্বপূর্ণ বিভাগের জন্য যে সময় ও মনোযোগ প্রয়োজন, পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি তা দিতে পারছি না। এই দায়িত্বে থেকে গেম ডেভেলপমেন্টকে এগিয়ে নেওয়ার জন্য যে পরিমাণ শ্রম ও প্রচেষ্টা দরকার, তা আমি দিতে অক্ষম।'

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইশতিয়াক। পরদিন তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ইশতিয়াক সাদেক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি আরও যোগ করেন, 'এ কারণে ব্যক্তিগতভাবে আমার ভেতরে একটা অনুশোচনা কাজ করছে—আমি মনে করি, এই পদটির প্রতি ন্যায়বিচার করতে পারছি না। সে কারণেই এখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনো ভুল বোঝাবুঝি, বোর্ডের কারও সঙ্গে সম্পর্কের সমস্যা, কিংবা কোনো ধরনের কষ্ট বা অভিযোগের কারণে পদ ছাড়ছি—এই দাবি সম্পূর্ণ মিথ্যা। যাঁরা আমার সঙ্গে ছিলেন, সবাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন।'

ভবিষ্যৎ নিয়ে আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি, গেম ডেভেলপমেন্টে যিনি আমার জায়গায় আসবেন, তিনি বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারবেন। তাকে আমি পূর্ণ সমর্থন দেব। যদিও আমি আর বোর্ডে থাকছি না—তবুও তাদের প্রতি আমার সমর্থন থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।'

আরো পড়ুন: