আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ম্যাচ জিততে শেষ ওভারে ২০ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ড নারী দলের। বোলিংয়ে এসে প্রথম তিন বলে মাত্র দুই রান দেন মারুফা আক্তার। ডানহাতি পেসারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুইটি চার মারেন অ্যামি হান্টার। শেষ বলে ১০ রান প্রয়োজনে হলে স্বাভাবিকভাবেই সমীকরণ মেলাতে পারেননি তিনি। ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি হান্টার। বৃথা গেছে গ্যাবি লুইসের ১০ চার ও এক ছক্কায় ৫৮ বলে খেলা ৭৩ রানের ইনিংসও। আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সুপার সিক্সে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাকি দুই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। লড়াইয়ে আছে স্কটল্যান্ড, থাইল্যান্ড ও নেপাল।

রান তাড়ায় শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখেন হান্টার ও লুইস। তাদের দুজনের ব্যাটে ভালো শুরু পায় আয়ারল্যান্ড। তবে ইনিংসের অষ্টম ওভারে ব্যক্তিগত ২৫ রানের সময় ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়েন হান্টার। তিনে নেমে সুবিধা করতে পারেননি ওরলা প্রেন্ডারগাস্ট। স্পিনার স্বর্ণা আক্তারের বলে লেগ বিফোর হয়েছেন ১২ বলে ১২ রান করে। একই ওভারে লি পলের উইকেটও নিয়েছেন স্বর্ণা। এক ওভারে ৩ রান খরচায় ২ উইকেট নেন বাংলাদেশের স্পিনার।

ফাহিমা খাতুনের বলে চার মেরে দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নেন লুইস। সেই ওভারে তিনটি চার মেরেছেন ডানহাতি এই ব্যাটার। একটু পর রান আউট হয়ে ফেরেন লরা ডেলানি। ১৮ বলে ১৩ রান করেছেন তিনি। ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলা লুইসকে থামান রাবেয়া খান। ডানহাতি লেগ স্পিনারের বলে ফারজানা হকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন আইরিশ ওপেনার। শেষের দিকে হান্টার আবারও ব্যাটিং নামলেও দলকে জেতাতে পারেননি। বাংলাদেশের হয়ে স্বর্ণা দুইটি ও রাবেয়া একটি উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেলেও এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। আয়ার‌ল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ডানহাতি ওপেনার। অ্যালানা ড্যালজেলের বলে ছক্কা মারার চেষ্টায় লং অনে ক্যাচ দিয়েছেন ১০ বলে ১১ রান করা জুয়াইরিয়া। দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন দিলারা ও সুপ্তা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের বেশিরভাগ ম্যাচেই ভালো শুরু পেয়েছেন দিলারা। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি ডানহাতি ব্যাটারের। লারা ম্যাকব্রাইডের অফ স্টাম্পের বলে সুইপ করার চেষ্টায় বোল্ড হয়েছেন দিলারা। ৫ চারে ২৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ব্যাট হাতে আরও একবার জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন জ্যোতি। জেইন ম্যাগুয়েরের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।

টাইমিংয়ে গড়বড় হওয়ায় লং অনে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ১৩ বলে ১৩ রান করা জ্যোতিকে। পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ ব্যাটিং করছেন সুপ্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে হাফ সেঞ্চুরি পাওয়া ডানহাতি ব্যাটার পঞ্চাশ ছুঁয়েছেন আয়ারল্যান্ডের সঙ্গেও। ৪৩ বলে পঞ্চাশ ছোঁয়া সুপ্তা অবশ্য পরবর্তীতে বেশিক্ষণ টিকতে পারেননি। আরলেন কেলির বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন ৫ চার ও এক ছক্কায় ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলে।

সুপ্তা ফেরার পর দ্রুতই আউট হয়েছেন স্বর্ণা, রাবেয়রা। তবে শেষ ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন সোবহানা। কেলির প্রথম বলে ছক্কা মারেন ডানহাতি ব্যাটার। পরের বলে মেরেছেন চার। পঞ্চম বলে মেরেছেন আরেকটি ছক্কা। শেষ বলে আউট হওয়ার আগে তিন ছক্কা ও এক চারে ১৬ বরে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সোবহানা। সুপ্তার হাফ সেঞ্চুরির সঙ্গে সোবহানার ক্যামিওতে ৭ উইকেটে ১৫৩ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

আরো পড়ুন: