বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত তৈরি পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট
মহসিন নাকভি
মহসিন নাকভি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতি নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনার পরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

ক্রিকবাজ জানিয়েছে আইসিসি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে যোগ করেছে তারা। ধারণা করা হচ্ছে, শুক্রবার সন্ধ্যায় বিসিবিকে ই–মেইলের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় আইসিসি।

আগে থেকেই গুঞ্জন ছিল পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও। তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'মূল বিষয় হলো—একটি দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তানের নিজস্ব অবস্থান রয়েছে।'

পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলে, সে ক্ষেত্রে কোনো বিকল্প পরিকল্পনা আছে কি না জানতে চাইলে নকভি সংক্ষেপে বলেন, 'আগে সিদ্ধান্ত আসুক। আমাদের প্ল্যান ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’—সবই প্রস্তুত।'

নাকভি আরও বলেন, 'বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে। আইসিসির বোর্ড সভাতেও আমি একই কথা বলেছি। এখানে দ্বৈত নীতি চলতে পারে না—এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না।'

পিসিবি সভাপতি আরও যোগ করেন, 'এই কারণেই আমরা স্পষ্টভাবে বলছি, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। তারা একটি বড় অংশীজন, তাদের প্রতি এই অবিচার করা ঠিক নয়।'

ক্রিকবাজ ও ক্রিকইনফো জানিয়েছে এরই মধ্যে আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে যোগ করেছে। এমনটা হলে আইসিসিকে ২২তম দল খোঁজার হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি।

তিনি বলেন, 'পাকিস্তান সরকার যদি সিদ্ধান্ত নেয় যে তারা খেলবে না, তবে তারা ২২তম দল নিয়ে আসুক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারই নেবে।'

আরো পড়ুন: