ভবিষ্যতে ভারত বাংলাদেশে না গেলে তাদের ক্রিকেট শেষ হয়ে যাবে: রাহানে

বাংলাদেশ-ভারত সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসি আল্টিমেটাম দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। সিদ্ধান্ত না পরিবর্তন করলে ভবিষ্যতে বাংলাদেশ সফর বয়কট করতে পারে ভারত। সেক্ষেত্রে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আজিঙ্কা রাহানে মনে করেন, ভারত যদি বাংলাদেশ সফর বয়কট করে তাহলে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যেতে পারে।

২০২৪-২৭ পর্যন্ত প্রতি বছর আইসিসির লভ্যাংশ থেকে ৩২৭ কোটি টাকা পাওয়ার কথা বিসিবির। আইসিসির লভ্যাংশের বাইরে বাংলাদেশের আয়ের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ। ব্রডকাস্টিং, স্পন্সরশিপহসহ নানান উপায়ে ঘরের মাঠে হওয়া সিরিজ থেকেও মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে। বাংলাদেশের জন্য সোনার ডিম পাড়া হাঁস অর্থাৎ সিরিজ হচ্ছে ভারতের বাংলাদেশ সফর। বিরাট কোহলি-রোহিত শর্মারা বাংলাদেশে এলেই সবচেয়ে বেশি আয়ের সুযোগ থাকে বিসিবির। কারণ ভারত বাংলাদেশে এলেই ম্প্রচারক ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোর আগ্রহ থাকে।

চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। গত বছরের মতো এবারও যদি নিরাপত্তা শঙ্কায় না আসে তাহলে বড় ক্ষতির মুখেই পড়বে বাংলাদেশ। এমনকি লিটন দাসরা বিশ্বকাপ খেলতে না গেলে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিনা সেটা নিয়েও সংশয় আছে। এমনটা যদি চলতে থাকে তাহলে একটা সময় বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যেতে পারে। এমন মন্তব্য করেছেন আজিঙ্কা রাহানে।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ভারতের তারকা ব্যাটার বলেন, ‘আমি অবাক হয়েছি, জয়দা যেটা বললেন খেলোয়াড়রা সুযোগটা (বিশ্বকাপ খেলার) হারাবে। এটা বাংলাদেশেরই ক্ষতি। ভবিষ্যতে, যদি ভারত বাংলাদেশে না যায়, তাহলে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে। বাংলাদেশের খেলোয়াড়রা হয়তো এখানে আসতে চাইবে এবং দারুণ একটা ইভেন্ট অংশ নিতে চাইবে।’

সবশেষ কয়েক বছরে তুলনামূলকভাবে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। সাম্প্রতিক বছরগুলোতে উপমহাদেশের কন্ডিশনে বেশিরভাগ দলকে চ্যালেঞ্জও জানাতে পারছে। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপে ভালো করার মতো বাংলাদেশের অভিজ্ঞ স্পিন অ্যাটাক, বোলিং এবং ব্যাটার আছে বলে মনে করেন রাহানে। ভারতের ব্যাটার, বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন।

রাহানে বলেন, ‘তারা (বাংলাদেশ) উপমহাদেশের অন্যতম সেরা দল। তাদের স্পিন অ্যাটাক, বোলিং এবং ব্যাটাররা এই কন্ডিশনে ভালো করার মতো যথেষ্ট অভিজ্ঞ। বাংলাদেশ দল, খেলোয়াড় এবং তাদের ভক্তদের জন্য আমার সত্যিই খারাপ লাগছে। তারা ভালো ক্রিকেট খেলছে এবং আমরা দেখেছি প্রায় প্রতিটা দলের সঙ্গেই তারা দারুণ লড়াই করছে।’

মূলত নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসির পক্ষ থেকে যদিও বলা হয়েছে ভারতের খেলতে কোনো ধরনের ঝুঁকি নেই। তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। নিরাপত্তা নিয়ে বাংলাদেশের এমন অভিযোগে অবাক হয়েছেন রাহানে।

তিনি বলেন, ‘প্রথমত, আমি অবাক হয়েছি নিরাপত্তা ঝুঁকির কথা শুনে। ভারত নিরাপদ জায়গায়, আমরা এখানে প্রটোকল দিই। ভারতের আতিথেয়তার কথা কী বলব, এখানকার নিরাপত্তা কর্মী এবং পুলিশ বাহিনী খুবই তৎপর।। আমি মনে করি ক্রিকেট খেলার জন্য নিরাপদ জায়গাগুলোর মধ্যে অন্যতম। দেখুন— যখন আইসিসির টুর্নামেন্ট হয় তখন সবাই প্রত্যেকটা দল নিয়েই চিন্তা করে। আমি এটার মধ্যে যেতে চাই না।’

আরো পড়ুন: