বাংলাদেশ ভারতে না এলে এটা তাদের ক্ষতি, তাদের ক্রিকেটারদের ক্ষতি: আজহারউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ
মোহাম্মদ আজহারউদ্দিন, ফাইল ছবি
মোহাম্মদ আজহারউদ্দিন, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বোর্ড সভায় ভোটাভুটিতে হেরে যাওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শেষ মুহূর্তে আইসিসির মিরাকলের অপেক্ষা করছেন তারা। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অবস্থানের এখনো কোন পরিবর্তন হয়নি। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। মোহাম্মদ আজারউদ্দিন মনে করেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে এটা তাদেরই ক্ষতি।

সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যেকার রাজনৈতিক সম্পর্কের ক্রমশই অবনতি হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় ধর্মীয় সংগঠন ও বিজেপির একাংশের তোপের মুখে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় সেটা আগুনে ঘি ঢেলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারার শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

কয়েক দফা চিঠি দেয়ার পাশাপাশি বৈঠক করেও লিটন দাস-মুস্তাফিজদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার আহ্বান জানায় বিসিবি। যদিও বাংলাদেশের এমন দাবিকে খুব একটা পাত্তা দেয়নি আইসিসি। কয়েক দিন আগে আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশ হেরে যাওয়ার পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিশ্বকাপ খেলতে হলে লিটনদের ভারতেই যেতে হবে। সেটা করতে রাজি না হলে বিকল্প দল বেছে নেবে তারা।

বাংলাদেশের এমন অবস্থান নিয়ে মুখ খুলেছেন আজহারউদ্দিন। ভারতের সাবেক অধিনায়কের মতে, বিশ্বকাপ খেলতে না গেলে ক্ষতিটা বাংলাদেশেরই হবে। এএনআই-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘জানি না তারা আসবে নাকি আসবে না। যদি তারা না আসে, এটা তাদের ক্ষতি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা অভিযোগ জানাতে পারে না। অনেক আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, কোনো দল অভিযোগ করেনি। কাজেই তারা না এলে এটা তাদের ক্ষতি, তাদের ক্রিকেটারদের ক্ষতি। এটাই আমার বলার আছে। এর বেশি কিছু বলার নেই।’

কয়েক দিন আগে ভারত সফর করেছে সাউথ আফ্রিকা। বর্তমান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। তাদের উদাহরণ দিয়ে আজহারউদ্দিন বলেন, ‘আমাদের দেশ খুবই নিরাপদ। তারা বলছে নিরাপত্তার সমস্যা। কিন্তু অনেক দলই খেলছে এখানে, নিউজিল্যান্ড খেলছে, কদিন আগে সাউথ আফ্রিকা খেলে গেছে। আমি তো কোনো সমস্যা দেখি না। তারা না এলে এটা তাদের সমস্যা।’

নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে প্রথম থেকেই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তুলেছে। তবে সূচি প্রকাশের পাশাপাশি টুর্নামেন্ট শুরু হতে হাতে খুব বেশি সময় না থাকায় বাস্তবিক অর্থে সেটা কঠিন। বিশেষ করে লজিস্টিক একটা বড় সমস্যা হতে পারে। সেই কারণে গ্রুপ পরিবর্তন আলোচনা হয়েছে আইসিসির সভায়। জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের জায়গায় ‘বি’ গ্রুপে বাংলাদেশকে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।

যদিও তাতে সায় দেয়নি সহ-আয়োজক শ্রীলঙ্কা। আজহারউদ্দিনও মনে করেন, এখন ম্যাচ সরিয়ে কঠিন। ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘এটা আইসিসির ব্যাপার, আইসিসিই ঠিক করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট, তারাই উপযুক্ত সিদ্ধান্ত নেবে। তারা তো ম্যাচ এখানে-সেখানে বদল করতে পারে না। ম্যাচের সূচি এর মধ্যেই হয়ে গেছে, ড্র হয়ে গেছে। এখন তো ম্যাচ সরিয়ে নেওয়া কঠিন।’

আরো পড়ুন: