বিজেপির একাংশ ও বেশ কয়েকটি উগ্র ধর্মীয় সংগঠনের তোপের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে বাধ্য হয় বিসিসিআই। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কলকাতা নাইট রাইডার্সও তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয়। এমন ঘটনার জেরে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকেই টানাপোড়েন শুরু।
বেশ কয়েকবার আইসিসির সঙ্গে বৈঠক করেও সমাধান পায়নি বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসি বাংলাদেশের প্রতি সুবিচার করেনি। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির কোন পরিবর্তন না হওয়ায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবেন না লিটনরা। কয়েক দিন জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান।
যদিও এমন খবরের আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে আইসিসির বোর্ড মিটিংয়ের আগে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দেয় পিসিবি। এমনকি বোর্ড সভায় ভোটাভুটি হলে সেখানে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় পাকিস্তান। গুঞ্জন আছে, শেষ পর্যন্ত বাংলাদেশ না গেলে সত্যিকার্থেই বিশ্বকাপ বয়কট করবে পিসিবি। তারা এমন সিদ্ধান্ত নিলে পিসিবির পাশে থাকবেন নাজাম শেঠি।
সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টকে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘ বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষে থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই সঠিক হবে এবং তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত।’
‘বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’ কিছুদিন আগে এমন মন্তব্য করেন আসিফ নজরুল। পরবর্তীতে জানা যায় এটা আসলে আইসিসির ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট। যদিও বর্তমানে কোন নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করছে আইসিসি।
ভারতে ঝুঁকি থাকায় বিসিবির সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছেন নাজাম শেঠি। তিনি বলেন, ‘বিসিবির একটি বৈধ কারণ ছিল। কারণ, সেখানে উত্তেজনা ও হুমকির বিষয় আছে। কিন্তু আইসিসি বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি পক্ষপাত ছিল, আর সিদ্ধান্তটি ভারতের পছন্দ অনুযায়ী এসেছে।’
পাশপাশি অন্যান্য দেশগুলোকেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান। নাজাম শেঠি বলেন, ‘প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখন দাঁড়ানো দরকার। একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে, এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’