পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা সমস্যা সমাধানে এগিয়ে এলো আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভিসা পাননি আলী খান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা পেসারের পাশাপাশি ভারতের ভিসা নিয়ে জটিলতার মুখে পড়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ-রেহান আহমেদরা। এমন অবস্থায় পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ভিসার দায়িত্ব নিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সবার ভিসা হয় এজন্য বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনারদের সঙ্গে কাজ করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ভিসা না দেয়ার বিষয়টি সামনে আসে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। একটি কেএফসি রেস্টুরেন্টে বসে একটি ছবি দিয়ে ইনস্টাগ্রাম স্টোরি দেন আলী। যুক্তরাষ্ট্রের তারকা পেসার ক্যাপশনে লিখেছিলেন, ‘ভারতীয় ভিসা প্রত্যাখ্যান, কিন্তু জয়ের জন্য কেএফসি।’ পরবর্তীতে জানা যায়, যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভূত আরও তিন ক্রিকেটার ভিসা পাননি।

শায়ান জাহাঙ্গীরের সঙ্গে সেই তালিকায় আছেন এহসান আদিল ও মোহাম্মাদ মহসিন। তারা এখনো বিশ্বকাপ খেলার জন্য ভারতের ভিসা পাননি। এ ছাড়া কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ভারতের ভিসা আটকে গেছে ইংল্যান্ডের রশিদ ও রেহানের। সব মিলিয়ে ৪২ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এমন অবস্থায় সমস্যা সমাধানে এগিয়ে এসেছে আইসিসি।

জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যের যাতে ক্রিকেটারদের ভিসা হয় এজন্য বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভিসা পেয়েছেন আদিল রশিদ ও রেহান। নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলেরও বেশ কয়েকজন ভিসা পেয়েছেন।

ভারতে ভ্রমণ করতে ভিসা পেয়েছেন কানাডার সাপোর্ট স্টাফ শাহ সালিম জাফর। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি ও কানাডার স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার সমস্যা সমাধানে কাজ করছে আইসিসি। আগামী সপ্তাহে তারা ভিসা পাবেন বলে জানিয়েছে পিটিআই। আইসিসির বিশ্বাস, নির্দিষ্ট সময়ের মধ্যেই বাকি সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ভিসা পাবেন।

আরো পড়ুন: