বোর্ড পরিচালকের মন্তব্য দায়িত্বহীন: আসিফ নজরুল

বাংলাদেশ ক্রিকেট
আসিফ নজরুল
আসিফ নজরুল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর থেকেই ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। এরপর নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলতে আইসিসির কাছে বার্তা পাঠিয়েছে।

এর মধ্যেই বাংলাদেশের ক্রিকেটে তুমুল বিতর্ক তৈরি হয়েছে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের একাধিক মন্তব্যে। কদিন আগেই তামিম ইকবালকে ভারতের দালাল আখ্যা দিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এরপর বুধবার আবারও ক্রিকেটারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এই বোর্ড পরিচালক।

এরপরই তার পদত্যাগ চেয়ে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এর ফলে বিপিএলের বৃহস্পতিবারের দুই ম্যাচই মাঠে গড়ায়নি। বিসিবি পরিচালকের এমন মন্তব্য চোখে পড়েছে বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। তিনি সেই পরিচালকের কড়া সমালোচনা করেছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, 'মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে। সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে।'

আসিফ নজরুল মনে করেন বাংলাদেশের এখন পুরো বিশ্বকে একটি বার্তা দেয়া হয়েছিল দেশের সবাই জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এমন এসময় বিসিবি পরিচালকের মতো পদে থেকে দেশের ক্রিকেটারদের অপমানসূচক কথাবার্তার কোনো মানে খুঁজে পাচ্ছেন না আসিফ নজরুল।

তিনি বলেন, 'আমাদের এখন বৈশ্বিকভাবে এই বার্তা দেয়া প্রয়োজন যে—আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। এরকম একটা সময়ে একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা কীভাবে সম্ভব হলো বুঝতে পারছি না।'

আরো পড়ুন: