নাজমুলকে সরিয়ে অর্থ কমিটির দায়িত্ব নিলেন বুলবুল

বাংলাদেশ
আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল ইসলাম
আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল ইসলাম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত বেশ কিছুদিন ধরেই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট সরগরম। তামিম ইকবালকে ভারতের দালাল বলে আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময়ই তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

এরপর বুধবার বিসিবির দোয়া মাহফিল শেষে আবারও গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি। এরপর তার পদত্যাগ চেয়ে সব ধরনের ক্রিকেট বয়কট করেন ক্রিকেটাররা। এ কারণে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি।

দুপুরে এদিন ক্রিকেটাররা বনানিতে একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে আবারও জানানো হয় তারা নিজেদের অবস্থানে অনড় থাকবেন। তবে বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ করলে তারা খেলার জন্য প্রস্তুত থাকবেন। এর খানিক বাদেই ক্রিকফ্রেঞ্জিকে একটি সূত্র জানায় ফিন্যান্স কমিটিসহ বিসিবির সব কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাচ্ছে যে, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে মি. নাজমুল ইসলামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো বোর্ডের কার্যক্রম যেন নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালিত হতে পারে, তা নিশ্চিত করা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।'

বিজ্ঞপ্তিতে আরও যোগ করা হয়, 'বিসিবি পুনরায় স্পষ্ট করে জানাচ্ছে, ক্রিকেটারদের স্বার্থই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বিসিবির অধিভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা রক্ষায় বোর্ড সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। এই প্রেক্ষাপটে, বিসিবি আশা করে যে—বাংলাদেশ ক্রিকেটের জন্য এই চ্যালেঞ্জিং সময়ে সব ক্রিকেটার সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দেবেন। একই সঙ্গে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ধারাবাহিক অংশগ্রহণ নিশ্চিত করতে তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।'

আরো পড়ুন: