এর মধ্যে একটি মুস্তাফিজুর রহমানকে খেলালে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। এর বাইরে বাংলাদেশের দর্শকরা নিজেদের জার্সি পরে খেলা দেখলেও সেই ঝুঁকির সম্ভাবনা দেখছে আইসিসি।
আর বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসায় নিরাপত্তা ঝুঁকি আরও জটিল হবে বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার একটি ব্যাখ্যা দিয়েছেন আসিফ নজরুলের বক্তব্যের।
তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট। বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়।'
বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ। এখনও আইসিসি এর জবাব দেয়নি কোনো। বিসিবিও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
এর আগে দুপুরে বাফুফেতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভূক্ত হয়।'
এরপর তিনি আরও যোগ করেন, 'দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।'