এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কা বা অন্য কোথাও সরিয়ে নেয়া হয় সেই অবস্থানে অনড় তারা। তিনি এও নিশ্চিত করেছেন, কলকাতা থেকে সরাতে বলেননি। তাই ভারত বা আইসিসির এই রকম পরিকল্পনা থাকলে তারা সেটা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন তিনি।
গণমাধ্যেমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'দুইটা ভেন্যুই তো ভারতেই! আর জিজ্ঞেস করছেন কেন? আমিতো বললাম ভারত মানে তো ভারতই। আমরা ভারতের কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। আমাদের বক্তব্য, যদি আপনার কলকাতা থেকে ভেন্যু বদল করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যাক—কোনো সমস্যা নাই। আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না এটা সত্যি নাকি মিথ্যা—পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন, কোনো সমস্যা নেই। সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা নেই।'
ক্রিকবাজের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজে দেখছে এবং সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ বিসিবির চাওয়া অনুযায়ী ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো সহজ হচ্ছে না। আইসিসি ও সহ-আয়োজক বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেসিএ) বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে জানিয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও থিরুবানান্তপুরামে আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
আসিফ নজরুল ভারতের মাটিতে বাংলাদেশের খেলার পরিবেশ নেই জানিয়ে তিনি বলেন, 'আমাদের দলের খেলোয়াড়ের খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক—এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই। ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নাই।'