৯ ম্যাচে এখন পর্যন্ত পাঁচটি জয় পেয়েছে সিলেট। আট ম্যাচে চারটি জয় নিয়ে রংপুরের অবস্থান চতুর্থ স্থানে। এ নিয়ে টানা তিনটি ম্যাচ হেরেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আসা যাওয়ার মধ্যে ছিলেন রংপুরের ব্যাটাররা।
কাইল মায়ার্স এ দিন ফিরেছেন শুন্য রানে। তাকে দ্বিতীয় ওভারেই বিদায় করেন নাসুম আহমেদ। তৃতীয় ওভারে তাওহীদ হৃদয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শহিদুল ইসলাম। পাওয়ার প্লে'র মধ্যে ১২ বলে ২২ রান করা লিটন দাসকেও বোল্ড করেন শহিদুল।
২৭ রানের মধ্যে তৃতীয় উইকেট হারায় রংপুর। তারপর ইফতিখার আহমেদ এবং খুশদিল শাহর ব্যাটে কিছুটা এগিয়ে যায় দলটি। ২০ বলে ১৭ রান করে ইফতিখার মঈন আলীর বলে ফিরে গেলে আবারও বিপদে পড়ে দলটি।
২৪ বলে ৩০ রান করা খুশদিল রান আউট হয়ে ফিরে গেলে ৭৬ রানের মধ্যে পাঁচটি উইকেট হারায় সিলেট। শেষে মাহমুদউল্লাহ রিয়াদের ২৩ বলে ২৯ রানের ইনিংসে ১১৪ রানে পৌঁছায় রংপুর।
এই লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৪ ওভারে ৫৪ রান তোলে সিলেট। ২২ বলে ৩৩ রান করে সুফিয়ান মুকিমের বলে ফিরে যান তৌফিক। ২৬ বলে ২১ রান করে নাঈম হাসানের বলে ফিরে যান আরিফুল। তারপর দলকে জয়ের কাছাকাছি নিয়ে আউট হন আফিফ হোসেন।
নাহিদ রানার বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৫ বলে ১২ রান করা আফিফ। পরের বলেই ইথান ব্রুকসকে দারুণ এক ইন সুইংয়ে বোল্ড করেন নাহিদ রানা। শেষদিকে ছক্কা মেরে দলকে বন্দরে নিয়ে যান ইমন। ৪১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি।