কোনো কারণ ছাড়া কারো ফোন নেয় না আকু: মিঠু

বিপিএল
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে ইফতেখার রহমান মিঠু, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে ইফতেখার রহমান মিঠু, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল বেশ কিছু। এর ফলে এবারের বিপিএলে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকু) বেশ তৎপর। বিপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজি আকুর তৎপরতায় কিছুটা বিরক্ত। শুক্রবার এসব নিয়ে অভিযোগ করে সংবাদ সম্মেলনও করেছে ঢাকা ক্যাপিটালস। তাদের বিরুদ্ধে হুট করে খেলোয়াড়ের রুমে ঢুকে পড়া, ব্যাটিং করতে নামার আগে ক্রিকেটারদের জেরার মুখে ফেলা মতো অভিযোগ তুলেছে তারা।

বিশেষ করে আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের রুমে হুট করে ঢুকে পড়ার বিষয়টি ভালোভাবে নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। তবে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানিয়েছেন আকু নিয়ম মেনেই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের তৎপরতার কারণেই এবারের বিপিএলে ফিক্সিং কমে গেছে বলে দাবি করেছেন তিনি।

মিঠু গণমাধ্যমকে বলেছেন, 'গুরবাজের ক্ষেত্রে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন গাইডলাইন বা কোডে যা আছে ওইখানে স্পষ্ট করে লেখা আছে এবং তাদের পুরোপুরি অধিকার আছে যেভাবে মনিটর করছে। তারা গাইডলাইনের বাইরে গিয়ে কিছু করছে না। সুতরাং কারও যদি পছন্দ না হয়ে থাকে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।'

সন্দেহজনক কর্মকান্ড এবারের বিপিএলে কমে গেছে দাবি করে মিঠু আরও বলেন, 'কিছু কিছু আন্তর্জাতিক কোম্পানি আছে যারা এটা মনিটর করে। তাদের থেকে আপনিও খোঁজ নিতে পারেন ভেতরে ভেতরে। দেখবেন সন্দেহজনক ঘটনা দ্রুত সময়ের মধ্যে কমে গেছে। অ্যালেক্স মার্শাল আসছে, উনি সংখ্যাটা বলতে পারবেন কত কমে গেছে।'

ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদের ফোন জব্দ করেছে আকু। মিঠু জানিয়েছেন এটা তাদের তদন্তের একটি অংশ। তাদের অধিকার থেকেই তারা সেটা করেছে। তদন্তের প্রক্রিয়ার কারণেই সেটা করা হয়েছে। কোনো কারণ ছাড়া আকু কারো ফোন নেয় না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

মিঠু বলেন, 'আমার মতে, এমনি এমনি তো কারও ফোন নেয় না। সুতরাং এটা মনিটরিংয়ের একটা অংশ, আমি যতটুকু বুঝি। আমারও ফোন যেকোন সময় তারা চাইতে পারে। তাদের এই অধিকার আছে। সেই প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতেই হয়েছে।'

আরো পড়ুন: