বিপিএল ছেড়ে চলে গেলেন ওমরজাই

বিপিএল
সিলেটের জার্সিতে ওমরজাই
সিলেটের জার্সিতে ওমরজাই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগেই জানা গিয়েছিল এবারের বিপিএলে পুরো মৌসুমে পাওয়া যাবে না আজমতউল্লাহ ওমরজাইকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে যাবেন আফগানিস্তানের ক্রিকেটাররা। তবে ওমরজাই কয় ম্যাচে খেলতে পারবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।

এবার জানা গেছে শনিবার বাংলাদেশ ছাড়ছেন এই তারকা ক্রিকেটার। সিলেট টাইটান্স ওমরজাইয়ের একটি ভিডিও প্রকাশ করে তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী বছর আবার বিপিএলে আসবেন বলে জানিয়েছেন তিনি।

বিদায় বেলায় সিলেট টাইটান্সকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, 'সিলেট টাইটান্সকে ধন্যবাদ জানাই, তারা আমাকে এই দলের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। আমি টাইটান্সের হয়ে খেলে সত্যিই খুব খুশি। এখানকার ম্যানেজমেন্ট এবং দল খুবই চমৎকার ছিল। আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি এবং ইনশাআল্লাহ আগামী বছরও এই দলের হয়ে খেলব।'

২০২২ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল অভিষেক হয়েছিল ওমরজাইয়ের। এটাই ছিল তার প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়ার আগেও সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি। বিপিএলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার।

তিনি বলেন, 'আমি সবসময় বিপিএল উপভোগ করি কারণ এটি এমন একটি লিগ যেখান থেকে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল। তাই আমি সবসময় এটি উপভোগ করি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং বিপিএল খেলতে আমার খুব ভালো লাগে।'

বিপিএলের এবারের আসরে ৬ ম্যাচে ১৫১ রান করেছেন ওমরজাই। এর মধ্যে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। পাশাপাশি ৩ উইকেট নিয়েছিলেন ম্যাচ সেরা। এরপর আরও ৩ উইকেট নিয়েছেন তিনি।

আরো পড়ুন: