আগেই জানা গেছে বিপিএলে মাঝামাঝি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এবার বিপিএলে যোগ দিতে শনিবার বাংলাদেশে পা রেখেছেন এই তারকা ক্রিকেটার। এর আগেও বিপিএলে খেলায় বাংলাদেশের কন্ডিশন নিয়ে বেশ ভালোই ধারণা রয়েছে তার।
সিলেট পর্বে আরও দুই ম্যাচ খেলবে রাজশাহী। ১১ জানুয়ারি তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আর ১২ জানুয়ারি তারা মাঠে নামবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুই ম্যাচেই তারা পাবে নিশামকে।
ফরচুন বরিশালের হয়ে ২০২৫ বিপিএলে ফাইনালে খেলার কথা থাকলেও তাকে না নিয়েই শেষ পর্যন্ত একাদশ সাজিয়েছিল দলটি। সাইড বেঞ্চে বসেই দলকে চ্যাম্পিয়ন হতে দেখেছিলেন তিনি। এবার অবশ্য আগে ভাগেই বিপিএলে যোগ দিচ্ছেন তিনি।
এর আগে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলেছিলেন নিশাম। ব্যাট হাতে করেছেন ২৯১ রান। করেছিলেন তিনটি হাফ সেঞ্চুরিও। বল হাতে নিয়েছিলেন চারটি উইকেট। ভালো ফর্মে থাকা রাজশাহী এবার এই অলরাউন্ডারকে ভালোভাবেই কাজে লাগাতে চাইবে।
ব্যাট ও বল—দুই দিকেই কার্যকর এই অলরাউন্ডার। দলটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন সন্দীপ লামিচানে, মোহাম্মদ নাওয়াজের মতো ক্রিকেটার। নিশাম নিশ্চিতভাবেই দলটির অভিজ্ঞতার ভান্ডার বাড়াবেন সেটা বলে দেয়াই যায়।