বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া-ভারত, বিসিবির সূচি প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরে মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। ২০২৬ সালে ঘরের মাঠে পাঁচটি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। যেখানে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো বাংলাদেশে এসে খেলবে। এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের শুরুটা হচ্ছে পাকিস্তান সিরিজ দিয়ে। তিনটি ওয়ানডে খেলতে আগামী মার্চে বাংলাদেশে আসবেন বাবর আজম-শাহীন শাহ আফ্রিদিরা। ১২, ১৪ ও ১৬ মার্চ হবে ম্যাচ তিনটি। একই বছরের মে মাসে দুইটি টেস্ট খেলতে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান। ৮-১২ মে এবং ১৬-২০ মে হচ্ছে ম্যাচ দুটি। মূলত পাকিস্তান সুপার লিগের সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ায় দুই ধাপে বাংলাদেশে আসছেন মোহাম্মদ রিজওয়ানরা।

পাকিস্তানের দুই সিরিজের মাঝে অবশ্য বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন মিচেল স্যান্টনারের দল। ১৭, ২০ এবং ২৩ এপ্রিল হবে তিনটি ওয়ানডে। পরবর্তীতে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি এবং ২ মে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

পরবর্তীতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ৫, ৮ ও ১১ জুন হবে তিনটি ওয়ানডে। ১৫, ১৮ এবং ২০ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। অস্ট্রেলিয়া যেতেই সেপ্টেম্বরে বাংলাদেশ আসবে ভারত। বিরাট কোহলি-রোহিত শর্মারাও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন।

পরবর্তীতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ৫, ৮ ও ১১ জুন হবে তিনটি ওয়ানডে। ১৫, ১৮ এবং ২০ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। অস্ট্রেলিয়া যেতেই সেপ্টেম্বরে বাংলাদেশ আসবে ভারত। বিরাট কোহলি-রোহিত শর্মারাও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন।

১, ৩ ও ৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলবেন সূর্যকুমার যাদব-অভিষেক শর্মারা। বিশ্বকাপের আগে হওয়ায় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে দেখা যেতে পারে কোহলি ও রোহিতকে। ঘরের মাঠে বাংলাদেশের বছরের শেষটা হবে ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে।

দুইটি টেস্ট খেলতে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে আসবেন শাই হোপ-রস্টন চেজরা। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর হবে প্রথম টেস্ট। পরের ম্যাচটি হবে ৫ থেকে ৯ নভেম্বর। সিরিজ শুরুর আগে অবশ্য তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। দুইটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে মে মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ‘এ’ দল। সূচি প্রকাশ করলেও ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি।

২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের ৫ সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

সিরিজম্যাচতারিখ

প্রথম ওয়ানডে১২ মার্চ

দ্বিতীয় ওয়ানডে১৪ মার্চ
পাকিস্তানের বাংলাদেশ সফর (মার্চ ও মে মাস)তৃতীয় ওয়ানডে১৬ মার্চ

প্রথম টেস্ট৮-১২ মে

দ্বিতীয় টেস্ট১৬-২০ মে


প্রথম ওয়ানডে১৭ এপ্রিল

দ্বিতীয় ওয়ানডে২০ এপ্রিল
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর (এপ্রিল-মে)তৃতীয় ওয়ানডে২৩ এপ্রিল

প্রথম টি-টোয়েন্টি২৭ এপ্রিল

দ্বিতীয় টি-টোয়েন্টি২৯ এপ্রিল

তৃৃতীয় টি-টোয়েন্টি২ মে


প্রথম ওয়ানডে৫ জুন

দ্বিতীয় ওয়ানডে৮ জুন
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর (জুন)তৃতীয় ওয়ানডে১১ জুন

প্রথম টি-টোয়েন্টি১৫ জুন

দ্বিতীয় টি-টোয়েন্টি১৮ জুন

তৃৃতীয় টি-টোয়েন্টি২০ জুন


প্রথম ওয়ানডে১ সেপ্টেম্বর

দ্বিতীয় ওয়ানডে৩ সেপ্টেম্বর

তৃতীয় ওয়ানডে৬ সেপ্টেম্বর
ভারতের বাংলাদেশ সফর (আগষ্ট-সেপ্টেম্বর)প্রথম টি-টোয়েন্টি৯ সেপ্টেম্বর

দ্বিতীয় টি-টোয়েন্টি১২ সেপ্টেম্বর

তৃৃতীয় টি-টোয়েন্টি১৩ সেপ্টেম্বর


প্রস্তুতি ম্যাচ২২-২৪ অক্টোবর
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (অক্টোবর-নভেম্বর)প্রথম টেস্ট২৮ অক্টোর-১ নভেম্বর

দ্বিতীয় টেস্ট৫-৯ নভেম্বর

আরো পড়ুন: