২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে যাওয়ার আগে আন্তর্জাতিক কোন ম্যাচ নেই বাংলাদেশের। আয়ারল্যান্ড সিরিজ শেষে অধিনায়ক লিটন জোর গলায় জানিয়েছিলেন, বিশ্বকাপের জন্য তাঁর দল অনেক আগে থেকেই প্রস্তুত। যদিও বিশ্বকাপের বিপিএল খেলে নিজেদের আরও একটু ঝালিয়ে নিতে পারবেন তারা। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য প্রস্তুতি মঞ্চ হবে বিগ ব্যাশ।
বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। একই চিত্র আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের। বাকিদের সবাই সিরিজ খেলেই বিশ্বকাপের মঞ্চে যাবে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড মিলে ভারতের সামনে সুযোগ ১০ টি-টোয়েন্টি খেলার।
বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে
বিশ্বকাপের আগে যাদের কোন ম্যাচ নেই— আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের।
ইংল্যান্ড—
২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজটি হবে শ্রীলঙ্কার মাটিতে।
ভারত—
ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলছে ভারত। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও সমান পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। দুইটি সিরিজই হবে ভারতের মাটিতে।
নিউজিল্যান্ড—
২০২৬ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতে।
পাকিস্তান—
বিশ্বকাপে যাওয়ার আগে আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। বাবর আজম-চারিথ আসালাঙ্কাদের সিরিজটি হবে শ্রীলঙ্কার মাটিতে।
সাউথ আফ্রিকা—
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে সাউথ আফ্রিকা। সিরিজটি হচ্ছে ভারতের মাটিতে। পরবর্তীতে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রোটিয়ারা তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ওই সিরিজটি অবশ্য ঘরের মাঠে খেলবেন এইডেন মার্করামরা।
শ্রীলঙ্কা—
আগামী জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। একই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে লঙ্কান সমান তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ডের বিপক্ষেও। ওই সিরিজটিও ঘরের মাঠেই খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গারা।
ওয়েস্ট ইন্ডিজ—
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি টি-টোয়েন্টি খেলবেন রভম্যান পাওয়েলরা।