
অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাচিনের, বদলি নিশাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন রবীন্দ্র। কনকাশন পরীক্ষায় পাস করলেও মুখে চোট পাওয়ায় এই তরুণ অলরাউন্ডারকে খেলানো হচ্ছে না বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন রবীন্দ্র। কনকাশন পরীক্ষায় পাস করলেও মুখে চোট পাওয়ায় এই তরুণ অলরাউন্ডারকে খেলানো হচ্ছে না বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরই মধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বেশিরভাগ বিদেশি ক্রিকেটার দেশে ফিরে গেছেন। এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। তারা যদি আবারও আইপিএলে না ফিরতে চান তবে তাদের সমর্থন দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে কিউই ক্রিকেটারদের অনেকেও আইপিএলে আবার ফিরতে নাও পারেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ তিন ম্যাচে শ্রেয়াস আইয়ারের রান যথাক্রমে ৭৯, ৪৫ এবং ৪৮। সবমিলিয়ে এক হাফ সেঞ্চুরিতে তিন ইনিংসে ১৭২ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদানও রেখেছেন তিনি। দুবাইয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে আইসিসির মার্চ সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আইয়ার। ভারতীয় ব্যাটার পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্রকে।
মঙ্গলবার মার্চের প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে জায়গা করে নিয়েছেন শ্রেয়াস আইয়ার, রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। এর মধ্যে দুজনই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা দলের সদস্য। মাস জুড়ে তিনজনই একে অপরকে টেক্কা দিয়েছেন।
শেষ ওভারে জয় পেতে ৪ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের। বোলিংয়ে আসেন মিচেল স্যান্টনার। প্রথম বলেই পুল করে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে চেন্নাইকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন রাচিন রবীন্দ্র। আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএলে শুভ সূচনা পেয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দল।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। তবে টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে আলো ছড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার হয়েছেন রাচিন রবীন্দ্র। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪ ম্যাচে ২৬৩ রান করেছেন রাচিন। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৩টি উইকেটও।
এর আগে আইসিসি টুর্নামেন্টে দুইবার খেলে দুইবারই শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এবার তৃতীয়বারের দেখায় আর সেই ধারা ধরে রাখতে পারেনি। ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা বঞ্চিত হয়েছে মিচেল স্যান্টনারের দল। তবে ব্যাট হাতে দারুণ সময় কেটেছে রাচিন রবীন্দ্রর।
নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। আর তাদের এই জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। কিউইদের বিপক্ষে ফাইনালে তার ব্যাট থেকে এসেছে ৮৩ বলে ৭৬ রানের অসাধারণ এক ইনিংস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিয়েই আইসিসির কোনো গ্লোবাল টুর্নামেন্টে প্রথমবারের মতো খেললেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হেরে গেলেও প্রশংসা পাচ্ছে তার পারফরম্যান্স। তার দারুণ গতির প্রশংসা করেছেন ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ছিল অনেকটা বাঁচা-মরার। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশের। অথচ এমন ম্যাচে বাঁচার জন্য চেষ্টাই করলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও সেটাকে টেনে নিতে পারলেন না কেউই। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা একটু-আধটু চেষ্টা করলেন, তবে যথেষ্ট হলো না লড়াইয়ের জন্য। ভারতের বিপক্ষে ২২৮ রান করা বাংলাদেশের এবার থেমেছে ২৩৬ রানে।