গতির ঝলক দেখানো নাহিদ রানার প্রশংসায় রাচিন

চ্যাম্পিয়ন্স ট্রফি
বাংলাদেশ দল, ফাইল ফটো
বাংলাদেশ দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিয়েই আইসিসির কোনো গ্লোবাল টুর্নামেন্টে প্রথমবারের মতো খেললেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হেরে গেলেও প্রশংসা পাচ্ছে তার পারফরম্যান্স। তার দারুণ গতির প্রশংসা করেছেন ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র।

৪৩ রান খরচায় এ দিন এক উইকেট নেন রানা। নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার নেয়া সেই উইকেটটি বিপদে ফেলতে পারত কিউইদের।

কিন্তু সেটি হতে দেননি রাচিন। ৭২ রানে তিন উইকেট পড়ার পর টম লাথামের সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন এই ব্যাটার। লাথামের ব্যাটে আসে ৭৬ বলে ৫৫ রান। রাচিন করেন ১০৫ বলে ১১২ রান।

রানার বোলিং নিয়ে গণমাধ্যমে রাচিন রবীন্দ্র বলেন, ‘বাংলাদেশের বোলিং দারুণ। ফিজ (মুস্তাফিজুর রহমান) এবং তাসকিন (আহমেদ) অনেক ক্রিকেট খেলেছে। এখন রানা এসেছে। সে দারুণ প্রতিভাবান একজন বোলার। অনেক দ্রুত বল করে। প্রথমবার খেললাম আজকে। তরুণ বোলার। খুবই এক্সাইটিং তাকে উন্নতি করতে দেখাটা। আশা করি সামনেও তার বিপক্ষে খেলা হবে।’

আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৩৬ রান করেছে বাংলাদেশ। সেই লক্ষ্য টপকাতে তেমন বেগ পেতে হয়নি কিউইদের। মূলত লক্ষ্য কম হওয়ার কারণেই সহজেই ম্যাচে ফিরতে পেরেছে নিউজিল্যান্ড, এমনটা মনে করেন রাচিন। 

তিনি আরও বলেন, ‘ট্রিকি উইকেট ছিল কিছুটা। বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। আমাদের বেশ চাপে রেখেছে অনেক সময়। টম (ল্যাথাম) ব্যাট করার জন্য দারুণ একজন ব্যাটার। দারুণ অভিজ্ঞ সে। আগে সে দলের অধিনায়কত্বও করেছে। অনেক ক্রিকেট খেলেছে। ফলে জুটি গড়ে ম্যাচ এগিয়ে নিয়েছি। ২৪০ রান চেইজ করার ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে বেশি তাড়াহুড়া করতে হয় না। ভালো ক্রিকেট শট খেলেই এগিয়ে নিয়ে যাওয়া যায়।’